Advertisement
Advertisement
Covid

লাগবে না কোমর্বিডিটির শংসাপত্র, প্রবীণদের বুস্টার ডোজ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

বুস্টার ডোজ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

Prescription Not Needed To Prove Comorbidity for 60+ | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2021 7:27 pm
  • Updated:December 28, 2021 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Covid) সংক্রমণ প্রতিরোধে কোমর্বিডিটি (Comorbidity) আছে এমন ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজের (Booster Dose of Covid) কথা ঘোষণা করেছিল কেন্দ্র। আজ জানিয়ে দেওয়া হল, টিকা নেওয়ার সময় কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ পেশ করতে হবে না টিকা প্রাপকদের। চিকিৎসকের প্রেসক্রিপশন বা অন্য প্রমাণ দাখিল না করলেও সতর্কতামূলক টিকা পাবেন ৬০ বছর বা তার বেশি বয়সিরা।

সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছে স্বাস্থ্যকর্মী, করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধারা ও যাঁদের কোমর্বিডিটি আছে এমন ৬০ বছর বা তার বেশি বয়সিদের ১০ জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। উল্লেখ্য, যাঁরা ইতিমধ্যে দুটি টিকা নিয়েছেন তারাই তৃতীয় টিকা পাবেন। এইসঙ্গে জানানো হয়েছিল, বুস্টার ডোজ পেতে হলে কোমর্বিডিটির প্রমাণ দাখিল করতে হবে। এদিন সেই নিয়ম তুলে দিয়ে বলা হয়েছে, বুস্টার ডোজের প্রাপকদের কোনওরকম তথ্য প্রমাণ পেশ করতে হবে না।

Advertisement

[আরও পড়ুন: কেমন আছেন করোনা আক্রান্ত সৌরভ? ফোনে খোঁজ নিলেন মমতা, খবর নিল প্রধানমন্ত্রীর দপ্তরও]

একটি বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “বুস্টার ডোজ পেতে কোমর্বিডিটির প্রমাণ দিতে হবে না। তবে ৬০ বছর বা তার বেশি বয়সিদের বুস্টার ডোজ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। “

সামনেই একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। সেখানে যে সব নির্বাচন কর্মীরা কাজ করবেন, প্রথম সারির যোদ্ধা হিসেবে তাঁদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। এদিকে জানুয়ারির ৩ তারিখ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। কোউইন অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে।

[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ‘হলুদ’ সতর্কতা, দেশের একাধিক রাজ্যে বাতিল বর্ষবরণের উৎসব]

প্রসঙ্গত, আজই আরও দু’টি কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে একটি অ্যান্টি ভাইরাল ড্রাগও (Anti Viral Drug)। মঙ্গলবার টুইট করে এই খবর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সবমিলিয়ে দেশে মোট আটটি করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement