Advertisement
Advertisement

Breaking News

করোনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘মাত্র চারদিনেই ১ লক্ষ, সংক্রমণের গতি বাড়াচ্ছে করোনা’, উদ্বেগে WHO

বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় ৩ লক্ষ ৮০ হাজার মানুষ।

pandemic is accelerating WHO chief Tedros Adhanom Ghebreyesus told
Published by: Subhajit Mandal
  • Posted:March 24, 2020 11:41 am
  • Updated:March 24, 2020 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বেগজনকভাবে গতি বাড়াচ্ছে নভেল করোনা ভাইরাস(CoronaVirus)। সংক্রমণ শুরুর পর প্রথম ১ লক্ষ মানুষ এই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন ৬৭ দিনে। তারপর সেই এক লক্ষ থেকে ২ লক্ষতে পৌঁছাতে সময় লাগল মাত্র ১১দিন। অর্থাৎ, এক ধাক্কায় চারগুণ বেড়ে গেল সংক্রমণের গতি। যা কিনা গবেষকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো পরিসংখ্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World Health Organization) উদ্বেগ আরও বাড়িয়ে এই মহামারি ২ লক্ষ থেকে ৩ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়েছে মাত্র ৪ দিনের মধ্যে। অর্থাৎ এবারেও গতি বেড়েছে প্রায় ৪ গুণ। যে গতিতে সংক্রমণ হচ্ছে তাতে খুব শীঘ্রই মোট আক্রান্তের সংখ্যাটা ৪ লক্ষ পেরিয়ে যাবে।

Corona Virus

Advertisement

সোমবার এক ভারচুয়াল সাংবাদিক বৈঠকে WHO-এর প্রধান বলেন, ‘এই মহামারি স্পষ্টতই গতি বাড়াচ্ছে। তবে এমন নয় যে আমাদের কাছে কোনও উপায় নেই। আমরা এখনও এর অভিমুখ বদলে দিতে পারি।’ ফুটবল ম্যাচের উদাহরন তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, শুধু রক্ষণাত্মক খেলে ফুটবল ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে আক্রমণ করতে হয়। ঘরে আটকে রাখা বা সামাজিক দূরত্ব, এ সবই রক্ষণাত্মক পদক্ষেপ। এটা খুব গুরুত্বপূর্ণ হলেও এভাবে করোনাকে হারানো যাবে না। এই ভাইরাসের বিরুদ্ধে জিততে হলে একে আক্রমণ করতে হবে। প্রত্যেক সন্দেহভাজন ব্যাক্তিকে পরীক্ষা করতে হবে।”

[আরও পড়ুন: পরিকাঠামোর অভাবে হচ্ছে না পরীক্ষা! ভারতে করোনার আসল সংখ্যা নিয়ে উদ্বেগ]

উল্লেখ্য, করোনার প্রকোপে গোটা পৃথিবীতেই এখন ত্রাহি ত্রাহি রব।স্পেন, ইটালির মতো অন্যতম শিল্প, সংস্কৃতির দেশের প্রতিটি শহর এখন যেন খাঁ খাঁ করছে। ভেনিস, মিলান, রোমের স্থাপত্যের দিকে পর্যটকদের মুগ্ধদৃষ্টি আর নেই। কোনও মানুষই তো রাস্তায় নেই। জনবহুল স্থানগুলোতে যেন শ্মশানের নিস্তব্ধতা। চিনের ইউহানের পর এখন করোনার উপকেন্দ্র এখন ইটালি। সেখানে এখন ঝড়ের গতিতে নিজের দাপট দেখাচ্ছে COVID-19 জীবাণু। যার বলি ইতিমধ্যেই ৬ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement