ফাইল ছবি।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সারা দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে কোভিড-১৯ টেস্টিং সেন্টার করার নির্দেশ দিয়েছে। মন্ত্রকের দেওয়া অর্থ সাহায্যে এই সেন্টার করা হবে। কিন্তু হাসপাতাল থাকার পরেও বিশ্বভারতীকে এই টেস্টিং সেন্টার করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। আর এতেই প্রশ্ন উঠেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি টেস্টিং সেন্টার করার আবেদন করেনি? নাকি মন্ত্রক তাঁদের অনুমতি দেয়নি। আবার অনেকের ধারণা, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভালো না থাকায় এই সেন্টার করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এ প্রসঙ্গে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
গত ৮ তারিখে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে করোনা ভাইরাসকে আটকাতে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আইসিএমআর এবং রাজ্যসরকারকে সাহায্য করতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দেওয়া অর্থ ব্যবহার করে কোভিড-১৯ টেস্টিং সেন্টার করতে হবে। মন্ত্রক জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, আলিগর মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-সহ দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়কে এই সেন্টার করার অনুমতি দিয়েছে। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে এমন হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, যাদের নিজস্ব হাসপাতাল রয়েছে। কিন্তু তার পরেও তাদের কেন সেন্টার করার অনুমতি দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সেন্টার হলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব থেকে বেশি উপকৃত হত বীরভূমের মানুষ। কারণ বীরভূমে কোনও কোভিড টেস্টিং সেন্টার নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.