Advertisement
Advertisement

Breaking News

অমিতাভ

‘অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন’, অমিতাভ বচ্চন প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়।

MP Dilip Ghosh wish speedy recovery to Amitabh Bachchan
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 12, 2020 12:44 pm
  • Updated:January 11, 2021 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই করোনা (Corona Virus) থাবা বসিয়েছে খোদ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শরীরে। রেহাই পাননি বিগ-বি পুত্রও। এবার সেই প্রসঙ্গেই বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “অনেক সেলিব্রিটিই একসময় করোনা নিয়ে এসেছেন।” পাশাপাশি, অমিতাভ বচ্চনের সুস্থতাও কামনা করেন তিনি।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গিয়েছিলেন ইকো পার্কে। এদিন সেখান থেকেই একাধিক ইস্যুতে তৃণমূলকে বেঁধেন বিজেপির রাজ্য সভাপতি। আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। এরপরই অমিতাভ বচ্চনের অসুস্থতা প্রসঙ্গে গোটা বিনোদন জগৎকে দায়ী করেন তিনি। বলেন, “অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।” দিলীপ ঘোষের এই মন্তব্য ভালভাবে নেননি অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য পরিযায়ীদের কর্মসংস্থান, ট্যানারি অ্যাসোসিয়েশনের হাত ধরল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন]

প্রসঙ্গত, শনিবার রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানান যে, তিনি করোনা আক্রান্ত। এদিনই তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। পরবর্তীতে অভিষেক বচ্চনের শরীরেও অস্বিত্ব মেলে মারণ ভাইরাসের। রবিবার সকালে জানা গিয়েছে, করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের মা, ভাই-সহ পরিবারের ৪ সদস্য।

[আরও পড়ুন: ‘অর্জুন সিংয়ের সঙ্গে অপরাধীর মতো আচরণ হয়েছে, সব হিসেব নেব’, হুঁশিয়ারি দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement