ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আনলক ৫-এর (Unlock 5) শুরুতেই প্রেক্ষাগৃহগুলি খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খোলা যাবে সিনেমা হলগুলি। সেই শর্তের বিস্তারিত জানানো হল মঙ্গলবার। করোনা কালে (CoronaVirus) একগুচ্ছ সুরক্ষাবিধির কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। যার মধ্যে উল্লেখযোগ্য-
Announced the Standard operating procedures, SOP’s for cinema halls, multiplexes etc. for screening of films, as they reopen from 15th of October as per Ministry of Home Affairs guidelines.#UnlockWithPrecautions pic.twitter.com/X1XZFZoDAT
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 6, 2020
এই সমস্ত নিয়ম মেনেই ১৫ অক্টোবর থেকে খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। পুজোর মরশমে একগুচ্ছ রিলিজ অপেক্ষা করে রয়েছেন বাঙালির জন্য। রয়েছে মিমি-অনির্বাণ অভিনীত ‘ড্রাকুলা স্যার’ (Dracula Sir), কোয়েল মল্লিকের ‘রক্ত রহস্য’ (Rawkto Rawhoshyo), অঞ্জন দত্ত পরিচালিত ‘সাহেবের কাটলেট’ (Saheber Cutlet) । পুনরায় মুক্তি পাবে ঋতাভরী-সোহম জুটির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ (Brahma Janen Gopon Kommoti)।
শুধু কুটনো কুটবে আর বাটনা বাটবে
বলি, মেয়ে কি এতই ফ্যালনা ?
জানলা খুলে ভাঙতে পারি
কুসংস্কার খেলনা!Full Song : https://t.co/VOeT5V0LaH#AbarAscheEbarPujoy #BJGK #DurgaPuja2020 @nanditawindows @shibumukherjee @ritabharipc @Soham_Majumdar_ @UjjainiMjee @ziniasen123 @onindochatt pic.twitter.com/BlCBeFOcWx
— Windows Production (@WindowsNs) October 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.