ফাইল ফটো
সুকুমার সরকার, ঢাকা: অন্যদের সুস্থ করতে গিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশে ৭২৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে ৬০০ জন নার্সেরও। শনিবার এই তথ্য প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’(BDF)। শনিবার (১৬ মে) রাতে বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এদিকে মহম্মদ নঈমুল হক নামে আরও এক পুলিশকর্মী মারা গিয়েছেন। এর ফলে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হল আটজন পুলিশকর্মীর। মৃত নঈমুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।
আরও জানা গিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ১৮২ জন চিকিৎসক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া এক হাজারেরও বেশি চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে।
নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’র মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানান, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স রয়েছেন। এছাড়া ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের করোনা শনাক্ত নার্স রয়েছেন ১৬৯ জন। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগেরই ৪৭৬ জন। করোনা আক্রান্ত নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। বাকিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.