সংবাদ প্রতিদিন ডিজিটালে ডেস্ক: করোনা (Corona Virus) কালে কোপ পড়েছে সরকারি আয়ে। বেড়েছে ব্যয়। তাই এবার সরকারি খরচে লাগাম পরাতে মরিয়া কেন্দ্র। তা করতে গিয়ে নতুন নিয়োগও বন্ধ করছে মোদি সরকার। কাটছাঁট হচ্ছে সরকারি অনুষ্ঠানের খরচেও। আর তহবিলে টানের জেরে নিয়োগ বন্ধ নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
শুক্রবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে অর্থমন্ত্রক (Finance Ministry)। তাতে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে সরকারি সম্পদের উপর এই মুহূর্তে যা চাপ তাতে অত্যাবশক নয় এমন খরচের ক্ষেত্রে কাটছাঁট করার প্রয়োজন রয়েছে। অত্যাবশক নয়, এমন কয়েকটা ক্ষেত্রের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক।
এ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছেন কংগ্রেসের প্রাক্তনসভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটারে তিনি লেখে, করোনা পরিস্থিতি তো একটা অজুহাত। আসলে সরকারি অফিসে স্থায়ী পদ রাখতেই চাইছে না মোদি সরকার। কটাক্ষ করে তিনি আরও লেখেন, “মোদি সরকার ভাবছে, ন্যূনতম সরকারি ও বাকিটা বেসরকারি, এই নীতিতে চলবে।” এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন রাহুল।
मोदी सरकार की सोच –
‘Minimum Govt Maximum Privatisation’कोविड तो बस बहाना है,
सरकारी दफ़्तरों को स्थायी ‘स्टाफ़-मुक्त’ बनाना है,
युवा का भविष्य चुराना है,
‘मित्रों’ को आगे बढ़ाना है।#SpeakUp pic.twitter.com/Lu8BKjJ7bg— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.