সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে (Omicron) মৃত্যুর খবর ছিল না এতদিন। এবার এল সেই দুঃসংবাদও। ওমিক্রনের প্রথম গ্রাসের খবর এল ইংল্যান্ড (UK) থেকে। সেদেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর জানালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (PM Boris Johnson) নিজেই।
গতকালই দ্রুত বুস্টার ডোজ (Booster Dose) শেষ করার কথা জানিয়েছিল ইংল্যান্ড সরকার। মূল কারণ ছিল ওমিক্রন। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। এদিন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। দুঃখের খবর, তাঁদের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।” আরও জানিয়েছেন, লন্ডনে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে গতকালই প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যে ইংল্যান্ডের সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ হবে।
[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা]
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকা (USA) ও অস্ট্রেলিয়াতেও (Australia) হানা দিয়েছে ওমিক্রন। এইসঙ্গে ভারতে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত ৩৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এদিকে যে দেশে প্রথম ওমিক্রনের খোঁজ মিলেছে মনে করা হচ্ছে, সেই দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (President Cyril Ramaphosa) ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজই এই খবর জানা গিয়েছে।
[আরও পড়ুন: ওমিক্রন আক্রান্ত নন লন্ডন ফেরত কলকাতার তরুণী, জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে স্বস্তি]
বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আক্রান্ত অর্থনীতির এই পরিস্থিতি সামলে উঠতে সময় লাগবে সমস্ত দেশের। এদিকে এক সতর্কবার্তায় হু (WHO) জানিয়েছে, ওমিক্রন কতটা সংক্রামক, কতটা ঘাতক এবং এর বিরুদ্ধে ওষুধ বা ভ্যাকসিন কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই আপাতত সংক্রমণ রুখতে সমস্ত রকম পদক্ষেপ করা জরুরি। এর মধ্যেই ঘটে গেল অঘটন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.