মহামারি করোনায় ত্রস্ত গোটা বিশ্ব। সংক্রমণ রুখতে ইউরোপের একাধিক দেশে চলছে লক ডাউন। ফ্রান্স, ইটালি, জা্র্মানির রাস্তা যেন শ্মশান। ভারতে সরকারিভাবে লক ডাউন ঘোষণা করা হয়নি ঠিকই কিন্ত অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে চিকিৎসক মহলের দাবি, দেশে এখনও সমষ্টিগত সংক্রমণ ছড়ায়নি। তবে চরম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। তারপরেও বাড়ছে আক্রান্তে সংখ্যা। এপর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৫।
সন্ধে ৮.৩০: শনিবার মধ্যরাত থেকে চলবে না লোকাল ট্রেন। রবিবার ভোর ৪ টে থেকে বন্ধ মেল ট্রেনও।
সন্ধে ৭. ৫৯: হিমাচলে আরও ২ জনের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩০।
সন্ধে ৭. ২০: করোনার জের, পিছিয়ে গেল ফালাকাটা বিধানসভার উপনির্বাচন।
সন্ধে ৭.০৫: মহামারি আইনে আটক করে কোয়ারেন্টাইনে পাঠানো হল বালিগঞ্জের আবাসনের দুই মহিলাকে। টুইট করে জানালেন নগরপাল অনুজ শর্মা।
2 ladies shifted by Police to Hospital as per THE WB EPIDEMIC DISEASE COVID19 REGULATION 2020 from a housing complex in Ballygunj for not adhering to the protocol of home quarantine after coming back from abroad .@KolkataPolice pic.twitter.com/UZgVQHR6iE
— CP Kolkata Anuj (@CPKolkata) March 20, 2020
বিকেল ৫.৫০: দেশে আরও ৫ জনের শরীরে মিলল করোনার জীবাণু।
বিকেল ৫.৪০: শুক্রবার বিকেল পর্যন্ত এ রাজ্যে হোম কোয়ারেন্টাইনে ১৯৬০২ জন। এদিন নতুন করে ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সমস্ত রিপোর্ট নেগেটিভ এলেও আতঙ্ক ক্রমশ জোরাল হচ্ছে।
বিকেল ৫.৩৫: করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউস।
বিকেল ৫.২৯: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৩।
বিকেল ৫.২৫: উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে স্বাস্থ্যপরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিকেল ৫.২০: ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সেলফ কোয়ারেন্টাইনে গেলেন ডেরেক ওব্রায়েন।
বিকেল ৫.১৫: দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ২০৬। করোনা সন্দেহে নজরে ৬০০০ হাজার। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দিল স্বাস্থ্যমন্ত্রক।
বিকেল ৫.০৫: দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে রাজ্যের প্রথম করোনা-আক্রান্ত যুবকের বাবার সদস্যপদ খারিজ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
বিকেল ৪.৪৫: রবিবার কলকাতায় মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।
বিকেল ৪.৪২: আজ বিকেলে ভূতনাথ মন্দিরের পাশে গঙ্গা ধরে বাবা দুধনাথ মন্দির হাওয়ানের আয়োজন করা হচ্ছে।
বিকেল ৪.৪০: ২৫ মার্চ পর্যন্ত বন্ধ হাই কোর্ট সমেত রাজ্যের সমস্ত আদালত বন্ধ।
বিকেল ৪.৩০: ৩১ মার্চ পর্যন্ত লখনউতে বন্ধ থাকবে দোকান-বাজার।
বিকেল ৪.১৫: বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিকেল ৪.০০: শহরবাসীকে সতর্ক থাকার বার্তা রাজ্যপালের।মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকড়।
দুপুর ৩.২০: রাজ্যবাসীর জন্য জরুরি তহবিল গঠন। ২ টাকা কিলো চাল বিনামূল্যে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। এমনকী বেসরকারি সংস্থাগুলিকে কর্মী সংখ্যা অর্ধেক করার পরামর্শ দেন তিনি।
দুপুর ২.৫০: লাদাখে আরও দুজনের দেহে মিলল করোনা জীবাণু।
দুপুর ২.৩০: পুণেতে আরও দুজনের শরীরে মিলল করোনার জীবাণু।
দুপুর ২.১৪: দিল্লিতেও কড়া পদক্ষেপ। বন্ধ সমস্ত শপিং মল। বন্ধ থাকবে মেট্রোও।
Delhi CM Arvind Kejriwal: In view of the prevailing situation, we are closing down all Malls (except grocery, pharmacy and vegetable shops in them) pic.twitter.com/1Q2Th7Mkwr
— ANI (@ANI) March 20, 2020
দুপুর ২.০০: মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহরে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ অফিস। জরুরি পরিষেবা সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Maharashtra CM Uddhav Thackeray: State government has ordered complete shutdown in Mumbai Metropolitan Region, except essential services and public transport. This is not a holiday, avoid crowding. Banks to remain open in the state. #Coronavirus https://t.co/NTC2Lcps9a
— ANI (@ANI) March 20, 2020
দুপুর ১.৫০: শ্রীলঙ্কায় কার্ফু জারি করল সরকার।
দুপুর ১.০০: করোনায় আক্রান্ত গায়িকা কণিকা কাপুর। এই মুহূর্তে তিনি লখনউতে রয়েছেন। তাঁর গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। লখনউতে একটি বড়সড় পার্টিও দিয়েছিলেন। সেখানে উত্তরপ্রদেশের হু’জ হু-রা উপস্থিত ছিলেন বলেও খবর। গায়িকা কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।
দুপুর ১২.১০: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৬।
Indian Council of Medical Research: A total of 206 individuals have been confirmed positive among suspected cases and contacts of known positive cases. A total of 14,376 samples from 13,486 individuals have tested
for COVID19 as on 20th March, 10am. pic.twitter.com/6trmzgNQDc— ANI (@ANI) March 20, 2020
বেলা ১২.০০: ছেলের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য গোপন করায় এক কর্মীকে সাসপেন্ড করল ভারতীয় রেল।
#UPDATE Railway Officials now clarify that the officer’s son had returned from Spain and not Italy. He was was working in Germany and had taken a flight from Spain to return to India.
The suspended Railway Officer is posted on Bengaluru, Karnataka. https://t.co/d4MsWHi6iL
— ANI (@ANI) March 20, 2020
বেলা ১১.৫০: গুজরাটে আক্রান্ত আরও তিনজন।
বেলা ১১.৪২: কলকাতায় করোনা আক্রান্ত যুবকের দুই সঙ্গীরও নমুণা পজেটিভ। তাঁরা ছত্তিশগড় ও চণ্ডীগড়ের বাসিন্দা।
বেলা ১১.৩৫: শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসে করোনা আতঙ্ক। গয়া স্টেশনে সন্দেহভাজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বাকিদের শিয়ালদহ স্টেশনে নামিয়ে থার্মাল স্ক্রিনিং করা হবে।
বেলা ১১.২৭: ভারতে আরও একজনের মৃত্যু হল। জয়পুরে ছিলেন ওই ইটালিয় পর্যটক।
সকাল ১০.৪৭: লখনউতে আর চারজনের দেহে মিলল কোভিড-১৯ জীবাণুর হদিশ। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
4 more persons have tested positive for #Coronavirus in Lucknow, taking the total number of cases to 9: King George’s Medical University (KGMU) administration pic.twitter.com/pKAlXVg77H
— ANI UP (@ANINewsUP) March 20, 2020
সকাল ১০.২৫: মোহালিতে করোনায় আক্রান্ত আরও এক মহিলা। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
সকাল ৯.৪৫: দুবাই থেকে ফিরে আসা ১১৪ জন ভারতীয়কে পুণেতে কোয়ারেন্টাইনে রাখা হবে। তাঁরা সেখানে ১৫ দিনের জন্য তাঁদের রাখা হবে।
সকাল ৯.৪২ : টালিগঞ্জের যুবকের দেহে মিলল করোনা ভাইরাসের হদিশ। ১৩ তারিখ লন্ডন থেকে ফিরেছিলেন তিনি। ১৭ তারিখ তিনি বেলেঘাটা আইডিতে ভরতি হন। আগামিকাল তাঁর নমুণার রিপোর্ট আসে। লন্ডন থেকে ফেরা তাঁর আরও দুই বন্ধুর শরীরেও মিলেছে ভাইরাস। সেখান থেকে সংক্রমণ বলে প্রাথমিক ধারণা। তবে ওই দুজন এ রাজ্যের বাসিন্দা নন।
সকাল ৯.০০: পিছিয়ে গেল কান চলচ্চিত্র উৎসব।
সকাল ৮.৫০: ইটালিতে মৃত্যু মিছিল অব্যাহত। চিনকে টেক্কা দিল ইটালি। সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। চিনে মৃত্যু হয়েছে ৩,২৪৫ জনের।
সকাল ৮.৪০: সতর্কতামূলক ব্যবস্থা নিল ভারতীয় রেল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বাটন ছাড়া লিফটের প্রযুক্তি নিয়ে টুইট করলেন।
Taking novel measures to ensure hygiene and prevent the spread of COVID-19, Railways installs unique mechanism to operate lifts without touching buttons at the North Western Railway Headquarters in Jaipur. #IndiaFightsCorona pic.twitter.com/qaJQp4Fbqj
— Piyush Goyal (@PiyushGoyal) March 20, 2020
সকাল ৮.২০: চিনে দ্বিতীয় দিনে নতুন করে আক্রান্তের হদিশ মিলল না।
সকালে ৮.১৫: আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০০০।
Over 13000 confirmed COVID-19 cases in US, fatalities 200
Read @ANI Story | https://t.co/e2IP7GoEnr pic.twitter.com/gFUF5oFzXL
— ANI Digital (@ani_digital) March 20, 2020
সকাল ৮.০০: শুক্রবার সকালে পাঁচজনের দেহে মিলল করোনার জীবাণু। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০। এদের মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তিনি সদ্য সৌদি আরব থেকে ফিরেছিলেন। বাকি দুজন উত্তরাখণ্ডের ফরেস্ট সার্ভিসের দুই ট্রেনির দেহেও জীবাণু মিলেছে। জয়পুরের এক দম্পতির পরীক্ষার রিপোর্টও পজেটিভ এসেছে।
Amita Upreti, Director General of Uttarakhand Health Department: Indira Gandhi National Forest Academy has been put under lock-down after two India Forest Service (IFS) trainees were found #COVID19 positive.
— ANI (@ANI) March 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.