Advertisement
Advertisement

Breaking News

‘সংকট হবে না, খাদ্যদ্রব্য মজুতের প্রয়োজন নেই’, করোনা আবহে জনসাধারণকে আশ্বাস মোদির

দেশের পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে প্রধানমন্ত্রী।

Corona virus LIVE: Prime Minister Narendra Modi addresses the nation
Published by: Paramita Paul
  • Posted:March 19, 2020 8:45 am
  • Updated:March 20, 2020 5:43 am  

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে সংক্রমণের দ্বিতীয় পর্যায় দিয়ে যাচ্ছে ভারত। এখনও দেশে ‘Community Transmission’ হয়নি বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৬ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন।

রাত ৮.০০: করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, “দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। ভারতে করোনার প্রভাব পড়বে না তা ভাবা ভুল। মহামারিকে রোধ করতে নিজের কর্তব্য পালন করব। সংকল্প নেব আমরা সচেতন হব। অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাব। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। ভিড় থেকে দূরে থাকতে হবে। কয়েক সপ্তাহ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না। রবিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে জনতা কারফিউ।”

Advertisement

সন্ধে ৭.০০:  করোনা আক্রান্ত হয়ে ইরানে থাকা এক ভারতীয়র মৃত্যু। 

সন্ধে ৬.৪০: মথুরা হাসপাতাল থেকে পলাতক করোনা সন্দেহে ভরতি এক ব্যক্তি।

সন্ধে ৬.৩৫: করোনা আক্রান্ত যুবকের বাড়ির ২ পরিচারিকার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে আপাতত রাজারহাটের ক্যানসার হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে তাঁদের।

বিকেল ৫.৫০: পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেল ৫.৪৫: স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬৭। ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুহার ৩০ শতাংশ বেড়েছে।

বিকেল ৫.৪০: রাশিয়ায় করোনা আক্রান্তের প্রথম মৃত্যু। 

বিকেল ৫.২৬: ২২ মার্চ থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান অবতরণ করতে পারবে না।

বিকেল ৫.২৪: দোকানপাট-বাজার খোলা থাকবে। ভয় পাবেন না, আশ্বাস মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর সর্তকবাণী, গুজব ছড়াবেন না। গুজব ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে।

বিকেল ৫.২০:  আর জি করের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০টি।

বিকেল ৫.১৭: সরকারি, বেসরকারি হাসপাতালের আধিকারিকদেরক নিয়ে নতুন হোয়্যাটসআ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।

বিকেল ৫.১৫: বাঙ্গুর হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড। শয্যা সংখ্যা ১৫০।

বিকেল ৫.১৩: বেলেঘাটা আইডির আইসোলেশনের শয্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০।

বিকেল ৫.০০: নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু।

বিকেল ৪.৫৫:  করোনায় আক্রান্ত হয়ে পাঞ্জাবে আরও একজনের মৃত্যু হল। গত সপ্তাহে তিনি জার্মানি থেকে ফিরেছিলেন।

বিকেল ৪.৫১: ফিটনেস সার্টিফিকেট নিতে  বেলেঘাটা আইডি-তে ভিড়। শুরু বিশৃঙ্খলা। 

বিকেল ৪.৩০:  বেসরকারি ও সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৩.১৫: রাজ্যের সমস্ত আধার সংশোধনী কেন্দ্র বন্ধ।

দুপুর ৩.০০: ১৫ এপিল পর্যন্ত স্থগিত দেশের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা। জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। 

দুপুর ২.৫০: করোনা রোগীদের চিকিৎসার ভয়ে বুলগেরিয়ায় ইস্তফা দিলেন বহু চিকিৎসক।

দুপুর ২. ৪৫: তমলুকে বর্গভীমা মন্দিরে পুষ্পাঞ্জলি ও ভোগ বিতরণ বন্ধ রাখার নির্দেশ জারি করল মন্দির কর্তৃপক্ষ।

দুপুর ২.৪০: অর্ধেক কেন্দ্র সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ। বাকি অর্ধেক কর্মীতেই চলবে সরকার। জারি নির্দেশিকা।

দুপুর ২.৩০: এনআরএসে রোগীর আত্মীয়দের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে।

দুপুর ২.০৫:  ৩১ মার্চ অবধি বন্ধ গুজরাটের গান্ধি আশ্রম।

দুপুর ২.০০: দিল্লি ও মুম্বইয়ের দুই হাসপাতালে ভেন্টিলেশনে দুই করোনা আক্রান্ত রোগী।

বেলা ১.৫০: দিল্লির নির্মাণ ভবনে জরুরি বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয় শংকর-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

 

বেলা ১.৪৫: সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল UGC।

বেলা ১.৪০: অনির্দিষ্টকালের জন্য বন্ধ মুম্বইয়ের হাজি আলি দরগা।

বেলা ১.২০: ৩১ মার্চ পর্যন্ত মেঘালয়ের সমস্ত পর্যটনস্থল বন্ধ করা হল।

All tourist places in Meghalaya to remain closed till 31st March and there is a possibility that this may be extended up to 15th April. All tourists are requested to re-schedule their travel plans: Director, Information & Public Relations, Meghalaya. #Coronavirus

— ANI (@ANI) March 19, 2020

বেলা ১.১৫: মু্ম্বইয়ে কাজ বন্ধ করলেন ডাব্বাওয়ালারা। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।

বেলা ১২.৩৫: ভারতে এখনও পর্যন্ত ‘কমিউনিটি ট্রান্সমিশন’ হয়নি। জানালেন ভারতের চিফ মেডিক্যাল অফিসার।

বেলা ১২.২০: এইমসে বন্ধ আউটডোর পরিষেবা।

বেলা ১২.০৫: রিজার্ভ ব্যাংকের কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ। উত্তরাখণ্ডে তিনদিন বন্ধ বার কাউন্সিল।

বেলা ১২.০০: হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড থাকলে তৈরি হবে মেডিক্যাল বোর্ড। থাকবেন পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক।

বেলা ১১.২৫: লেহ সেনাবাহিনী ইউনিটে লক ডাউন ঘোষণা।

বেলা ১১.২০:  স্বাস্থ্যপরীক্ষার জন্য বিশেষ টিম গঠন করছে স্বাস্থ্য দপ্তর।

বেলা ১১.১৫: ডুমুরজলা স্টেডিয়ামে ১১০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার।

সকাল ১০.৫০: ICSE, ICS বোর্ডের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দে্ওয়া হল।

সকাল ১০.৪৭: মহারাষ্ট্রে আরও দুজনের দেহে মিলল করোনার জীবাণু। দুজনে বিদেশ থেকে ফিরেছেন বলে খবর। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭১।

সকাল ১০.৪৫: কলকাতা বিমানবন্দরের দুই অভিবাসন আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো হল। তাঁরা আক্রান্ত আমলাপুত্রের কাগজপত্র পরীক্ষা করেছিলেন।

সকাল ১০.৪০: সংকটাপন্ন রোগীদের দেখতে আসার উপর নিষেধাজ্ঞা জারি NRS-এ।

 সকাল ১০.২৫: বেঙ্গালুরু বিমানবন্দরে হোম কোয়ারেন্টাইনদের হাতে স্ট্যাম্প দেওয়া শুরু।

সকাল ১০.১৫:  ৩১ মার্চ পর্যন্ত ১৬৮টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল।

সকাল ৯.৫৫ : সংসদে চত্বরে বন্ধ তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ।

সকাল ৯.৪৭: করোনা আক্রান্ত সন্দেহে জি কর হাসপাতালে আইসোলেশনে ভরতি কলকাতা ও চুঁচড়ার দুই যুবক। নীলরতন সরকার হাসপাতালে ভরতি ডেন্টাল কলেজের পড়ুয়া। বেলেঘাটা আইডির আইসোলেশনে ২৫ জন। প্রচণ্ড জ্বর নিয়ে NRS-এ ভরতি আরও দুই PGT পড়ুয়া।

সকাল ৯.৪০: অসমে বন্ধ সমস্ত মদের দোকান, হোটেল, রেস্তরাঁ।

সকাল ৯.২০: সেলফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একই বিমানের ৩৫ জন যাত্রীকে রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হল।

সকাল ৯.১০: করোনা রুখতে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ প্রণয়ন করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

সকাল ৯.০৫: চেন্নাই বিমানবন্দর থেকে ৫০টি আন্তর্জাতিক বিমান ও ৩৪টি অন্তর্দেশীয় বিমানের ওঠানামা বাতিল করল চেন্নাই বিমানবন্দর।

সকাল ৮.৫০: তেলেঙ্গানায় করোনা আক্রান্ত আরও এক। দিল্লি থেকে ফেরার পরই তাঁর দেহে করোনার বিভিন্ন উপসর্গর দেখা মেলে। কাশ্মীরেও প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯।

৮.৪৫: রাজ্যে আরও তিন করোনা পরীক্ষা কেন্দ্র, উত্তরবঙ্গ মেডিক্যাল, মেদিনীপুর মেডিক্যাল ও স্কুল অপ ট্রপিকাল মেডিসিন।

সকাল ৮.৪০: বিদেশ থেকে ফিরলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সকাল ৮.৩২: আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল ৮.৩০: ইতালিতে একদিনে মৃত্যু হল ৪৭৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৭৮ জন।

সকাল ৮.২০: করোনা সংক্রামিত সন্দেহে দিল্লির হাসপাতালে ভরতি এক রোগী আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

সকাল ৮.১৫: চণ্ডিগড়ে আরও এক আক্রান্ত ভারতীয় হদিশ মিলল। তেলেঙ্গানায় ইন্দোনেশিয়ার সাত নাগরিকের দেহে কোভিড-১৯ এর হদিশ মিলেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement