সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ পেরলেই দুর্গাপুজোয় (Durga Puja) মাততে প্রস্তুত বঙ্গবাসী। অথচ করোনার বিরুদ্ধে এতদিনের লড়াইয়েও তেমন সুফল মিলছে না। সর্বকালীন রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যা ৩৭৭১। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি ৬১ জন। স্বাস্থ্যদপ্তরের এই পরিসংখ্যান চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া করছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। সেইসঙ্গে উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে চিন্তিত আমজনতাও।
এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৯ হাজার ৪১৭, মোট মৃত্যু হয়েছে ৫৯৩১ জনের। সেই তুলনায় সুস্থতার হার খুব আশাপ্রদ বলা যায় না। ৮৭ শতাংশের কিছু বেশিতেই আটকে রয়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের নতুন বুলেটিন অনুযায়ী, সংক্রমণের শীর্ষে আজও কলকাতা, এই মুহূর্তে ৭১৮৮ জন করোনা পজিটিভ রাজধানী শহরে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যা নিয়ে আগাগোড়া উদ্বেগ রয়েছেই। এই জেলায় এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৬৮৬৫।
মহামারী সংকটকালেও যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সতর্কতা বজায় রেখে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আর এখানেই অশনি সংকেত দেখেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের আশঙ্কা, পুজোর আবেগে ভেসে দূরত্ব বিধি (Social Distance) কিছুটা শিকেয় তুলে যদি ভিড়ে মিশে যায়, তাহলে সংক্রমণ এক মুহূর্তে কয়েকগুণ বেশি ছড়িয়ে পড়বে। যদিও পুজো উদ্যোক্তারা সবরকম নিয়ম মেনেই আয়োজন করছেন। তবু উদ্বেগ কাটছে না। সংক্রমণের মোকাবিলায় বাড়ছে নমুনা পরীক্ষা (Sample Test)। গত ২৪ ঘণ্টায় ৪৩,২২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৮ শতাংশের কিছু বেশি নমুনা পজিটিভ হয়েছে বলে পরিসংখ্যান স্বাস্থ্যদপ্তরের। পুজোর দিনগুলোয় পরিস্থিতি কোনদিকে যাবে, সেদিকে নজর সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.