Advertisement
Advertisement
করোনা

ভারতের সংক্রমণের মাত্রা টেক্কা দিল চিনকে, বিশ্বে স্থান একাদশে

ভারতের সংক্রমণের মাত্রা ছাড়াল ৮৪ হাজার।

CORONA LIVE UPDATE: India has crossed 84 thousand in infection,ranked 11 in world
Published by: Paramita Paul
  • Posted:May 15, 2020 8:25 am
  • Updated:May 15, 2020 11:13 pm  

করোনার দাপট অব্যাহত। বিশ্বের একাধিক দেশে এখনও মৃত্যু মিছিল চলছেই। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। এদিকে দেশে একটানা ৫০ দিন লকডাউন চলার পরেও অব্যাহত মারণ ভাইরাসের দাপট। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ভারতে আক্রান্তের সংখ্যা  ৮৪, ৭২১। মৃত্যুও আড়াই হাজার পেরিয়েছে। পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ২৪৬১ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সুস্থ হয়েছেন ৭৬৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.০: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় করোনা ও করোনা ছাড়া হাসপাতালগুলিতে   কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি অ্যাডভাইসরি জারি করেছে।

Advertisement

রাত ৯.৪৫: সংক্রমণ রুখতে ও দিল্লির অর্থনীতিকে চাঙ্গা করতে কনটেনমেন্ট জোনগুলিকে বাদ দিয়ে দিল্লি বাাকি স্থানে  অর্থনীতিকে চাঙ্গা ব্যবসার বৃদ্ধি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রাত ৯.৩০: দিল্লির ৪টি স্থান থেকে সরে গেল কনটেনমেন্ট জোনের তকমা। দিল্লিতে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা হল ৭৭।

রাত ৯.২০: ভারতে ৮৪ হাজার ছাড়াল সংক্রমণের সংখ্যা। ২৪ ঘণ্টায় ভারতের সংক্রমণ ছাড়িয়ে গেল চিনের গণ্ডি। বিশ্বে সংক্রমণের নিরিখে একাদশে স্থান পেল ভারত। 

রাত ৯.১৫: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হলেন ১৫৭৬ জন। আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১,৪৬৭।

রাত ৮.৩০:শুক্রবার মুম্বইয়ে আরও ৯৩৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৫১২ জন। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৫ জনের আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৬৫৮ জন।

রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় গুজরাটে আক্রান্ত হলেন ৩৪০ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৯৩২। এর মধ্যে ৬০৬ জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন ৪০৩৫ জন।

সন্ধে ৭.৪৫: রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হল আর ১০ জনের। আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন। আজ প্রথম একদিনে ৬৭০৬ জনের করোনা পরীক্ষা হল। এটা একটা নজির। রাজ্যে আক্রান্তের সংখ্যা কমেছে। কলকাতাতে পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। তাই শহরের কনটেনমেন্ট জোনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

সন্ধে ৭.২৫: দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার বিয়াসপুরে এবার করোনা আক্রান্ত হলেন আরও দুই ব্যক্তি। দু’জনেই কোয়াক ডাক্তার। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার রিপোর্ট আসতে দেখা যায় দু’জনেই করোনা পজিটিভ। কয়েকদিন আগে ওই একই এলাকায় এক রঙ মিস্ত্রি ও তাঁর পরিবারের তিন নাবালিকার শরীরে মিলেছিল করেনা ভাইরাস। রঙের মিস্ত্রি ওই ব্যক্তির মৃত্যুর পর জানা গিয়েছিল তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সন্ধে ৭.২০: গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত ৩০ জন মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে জম্মুতে ৯ জন ও ২১ জন কাশ্মীরের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ১০১৩। এর মধ্যে চিকিৎসাধীন ৪৮৯ জন, সুস্থ হয়েছেন ৫১৩ জন ও মৃত ১১।

সন্ধে ৭.০৫: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৪৪৭ জন মানুষ। মৃত হয়েছে আরও দুজনের। এখনও পর্যন্ত সেখানে মোট ৯ হাজার ৬৭৪ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আর এখনও চিকিৎসাধীন ৭ হাজার ৩৬৫ জন মানুষ।

৬.৫০: ইরান থেকে আসা লাদাখের ৩১৫ জন তীর্থযাত্রীকে দিল্লি থেকে লে-তে পৌঁছে দেওয়া জন্য এয়ার ইন্ডিয়াকে বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানালেন লাদাখের ডিভিশনাল কমিশনার।

সন্ধে ৬.৪০: পিপিই ব্যবহারের বিষয়ে অতিরিক্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

সন্ধে ৬.৩০: বেলেঘাটা আইডি হাসপাতালের ২ কর্মী করোনা আক্রান্ত। শুক্রবার দুপুরে দুই কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরই বেলেঘাটা আইডি হাসপাতালের আবাসনটির ঢোকা এবং বেরনোর পথ বন্ধ করে দেওয়া হয়।

সন্ধে ৬.১৫: করোনা সংক্রমণ রুখতে আরও সতর্ক হল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ভিনরাজ্য ও অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য রাজ্য সরকারের নির্দেশ মতো জেলার পাঁচটি মহকুমায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমে রয়েছে কোভিড-১৯  (Covid-19)  স্ক্রিনিং জোনও। প্রশাসনের উদ্যোগে সেখানে পরিযায়ী শ্রমিকদের যাবতীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে। তারপর তাঁদের লালারসের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। নমুনা সংগ্রহের পর ক্লান্ত শ্রমিকদের খাবার ও জল দিয়ে ছোট ছোট গাড়িতে করে পাঠানো হচ্ছে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে।

সন্ধে ৬টা: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে করোনায় আক্রান্ত হলেন আর ৬৯ জন মানুষ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫৬। এর মধ্যে মারা গিয়েছেন ৩৬ ও সুস্থ হয়েছেন ৪৮০ জন।

বিকেল ৫.৪৫: বিহারে নতুন করে ১৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১২।

বিকেল ৫.৪০ কেরলে আরও ১৬ জন আক্রান্তের হদিশ মিলল।

বিকেল ৫.২০: দুবাই থেকে কর্ণাটকের মেঙ্গালুরুতে ফিরেছিলেন ২০ জন।তাঁরা সকলেই করোনা আক্রান্ত।
বিকেল ৫.০০:
আগামী ছয়মাস কৃষি পণ্য পরিবহণে সরকার ভরতুকি দেবে। সবজি পরিবহণে চাষিদের ৫০ শতাংশ ভরতুকি দেবে কেন্দ্র। পচনশীল সামগ্রী পরিবহণে ৫০০ কোটি টাকা বরাদ্দ।

বিকেল ৪.৫৫ অত্যাবশকীয় পণ্যের আইনের সংস্কার। চাষিদের আয় বাড়াতে এই পরিবর্তন। খাদ্যপ্রক্রিয়াকরণে স্টক লিমিট থাকছে না। আলু, পিঁয়াজ, টমেট্যাো-সহ বহু পণ্যে কোনও নিয়ন্ত্রণ থাকবে না।কৃষি পণ্য সংক্রান্ত আইনে সংশোধন করে অন্তরাজ্য পণ্য পরিবহণ ও বিক্রির ক্ষেত্রে আইনি জটিলতা থেকে কৃষকদের মুক্ত করা হবে।  

বিকেল ৪.৫০: মৌমাছি পালনে ৫০০ কোটি টাকার প্যাকেজ।

বিকেল ৪.৪৫: ভেষজ উদ্ভিদের চাষে চার হাজার কোটি টাকার প্যাকেজ। গঙ্গার দুপাড়ে বেষজ উদ্ভিদ চাষে জোর। 
বিকেল ৪.৪০: ডেয়ারি শিল্পের পরিকাঠামো তৈরিতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। বেসরকারি লগ্নিতে জোর। 
বিকেল ৪.৩৫:
পশুপালকদের জন্যও দরাজ কেন্দ্র। পশুদের টিকাকরণে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ। 

বিকেল ৪.৩০: মাছচাষিদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ প্রায় ৯ হাজার কোটি। সর্বমোট ২০ হাজার কোটি টাকার প্যাকেজ। মাছচাষি ও তাঁদের নৌকার জন্য বিমার ব্যবস্থা। 
বিকেল ৪.২০: 
ক্ষুদ্র খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটি টাকার ত্রাণ প্রকল্প।

বিকেল ৪.১৫: ১ লক্ষ কোটি টাকার প্যাকেজের অন্তর্গত হিমঘর, গুদাম। মূলত চাষের পরিকাঠামো তৈরিতে এই অর্থ বরাদ্দ করা হচ্ছে।

বিকেল ৪.০৫:
পরিকাঠামো ক্ষেত্রে নতুন আটটি ঘোষণা। কিছু প্রশাসনিক সংস্কার করা হবে। চাষিদের হাতে সরাসরি নগদ জোগানে জোর।
বিকেল ৪.০০:
আজও কৃষি, পশুপালন, প্রাণিসম্পদ, মাছচাষ ক্ষেত্রে আর্থিক প্যাকেজ দিল কেন্দ্র। ব্রাত্য রইল উড়ান।১১ দফা পদক্ষেপ ঘোষণা।

দুপুর ৩.৫৫: তিন মিনিটের জুম কলে চাকরি খোয়ালেন সাড়ে তিন হাজার উবের কর্মী। পাশাপাশি জোম্যাটোর কর্মীদের বেতন ৫০ শতাংশ কমানো হচ্ছে।

দুপুর ৩.৫০: আর্থিক প্যাকেজ ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  কারা পাবেন বিশেষ সুবিধা? জানতে উদগ্রীব দেশবাসী।
দুপুর ৩.৩০: মাল পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর সরকারি ভাবে নিয়োগ হল।গত ১৪ মে বিদায়ী বোর্ডের মেয়াদকাল শেষ হয়। শেষ দিনেই রাজ্যের যুগ্ম সচিবের জারি করা বিঞ্জপ্তি অনুযায়ী বোর্ড অফ এডমিনিস্ট্রেটর নিয়োগ হয়।শুক্রবার থেকে বোর্ড অফ এডমিনিস্ট্রেটরের কাজ শুরু করে।

দুপুর ৩.০০: পূর্ব বর্ধমানে মুম্বই ফেতর দুজন করোনা আক্রান্ত। কাঁকসার কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন।

দুপুর ২: আগামী ১৮ মে থেকে সুপ্রিম কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু বিচার প্রক্রিয়া। আপাতত ঠিক করা হয়েছে, তিন জন বিচারপতি নিয়ে তৈরি হবে ৫টি বেঞ্চ। সেখানেই যাবতীয় পুরনো এবং জরুরি ভিত্তিতে মামলার শুনানি চলবে। ১৯ জুন পর্যন্ত এভাবেই চলবে শুনানি। 

দুপুর ১.৫০: লকডাউন বাড়ানোর সুপারিশ করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। লিখিতভাবে তাঁদের মত জানিয়েছে।
দুপুর ১.৩০: দিল্লির অমর্ত্য সেন ভবনের একাংশ বন্ধ করা হল। এক জওয়ান করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত।
দুপুর ১.১৫: বিভিন্ন দেশে আটকে থাকা রাজ্যবাসীকে ফেরাতে আগ্রহী পশ্চিমবঙ্গ সরকার। তাঁদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের দাবি উড়িয়ে জানাল পশিচমবঙ্গ সরকার।


দুপুর ১২.৩৫: হেঁটে ফেরা পরিযায়ী শ্রমিকদের খাবারের দায়িত্ব নিক রাজ্য, এই পিটিশান খারিজ সুপ্রিম কোর্টে। বদলে রাজ্যগুলিকেই দায়িত্ব নিক বলে মত প্রকাশ বিচারপতির।

দুপুর ১২.৩০: হরিয়ানায় বাস পরিযেবা চালু।


সকাল ১১.৩০:  লকডাউনের নিয়ম ভাঙায় উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

সকাল ১১.০০: মধ্যমগ্রামের ৭৮ বছরের এক করোনা আক্রান্তের মৃত্যু বেলেঘাটা আইডিতে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
সকাল ১০.৫০: দেশের করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক চলছে। রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্যবর্ধনও।

সকাল ১০.৪৫: পূর্ব মেদিনীপুর রেড জোন, কিন্তু মহিষাদলে একটা প্রথম করোনা পজিটিভের খবর মিলল। আক্রান্ত কলকাতার মিষ্টির দোকানে কাজ করত।
সকাল ১০.৩০: বিশ্ব ব্যংক ভারতের জন্য মোটা অংকের আর্থিক ব্যাকেজ ঘোষণা করল। ভারত সরকার যে সমস্ত  সামাজিক সপরক্ষা প্রকল্প ঘোষণা করছে। তাতে এই অর্থ ব্যবহার করা যাবে। 

সকাল ১০.০০: গত একমাসে চিনে নতুন করে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

সকাল ৯.৪৫: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস।

সকাল ৯.৩০: মহারাষ্ট্রের হটস্পটে বাড়ছে লকডাউন। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, পুণে, মুম্বই, শোলাপুরের মত একাধিক হটস্পটে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সকাল ৯.১৫: বৃহস্পতিবার মোট ১৪৫ টি শ্রমিক ট্রেন চলেছে। তাতে ২.১০ লাখ পরিযায়ী শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য দিয়ে জানাল ভারতীয় রেলওয়ে।

সকাল ৯.০০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৬৭ জন।  ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৮২ হাজার। এদিকে মৃত্যু হয়েছে আরও ১০০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪৯।

সকাল ৮.৪০: সুপ্রিম কোর্টের এক বিচারপতি পরিবার-সহ কোয়ারেন্টাইনে গেলেন। তাঁদের রাঁধুনি করোনা আক্রান্ত হয়েছেন।
সকাল ৮.৩৫: খুলল বদ্রিনাথ মন্দির। তবে মারণ ভাইরাসের আতঙ্কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল ৮.৩০: দেশে একমাত্র করোনামুক্ত রাজ্য সিকিম। 
সকাল ৮.২৫:
কলকাতা-সহ রাজ্যে ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। তালিকায় নতুন সংষোজন উত্তর দিনাজপুর।
সকাল ৮.২০: শনিবার থেকেই শুরু হচ্ছে জা্র্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা।
সকাল ৮.১৫: করোনার দাপটে টালমাটাল আমেরিকা। আর এই পরিস্থিতির জন্য চিনকেই দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এবার সরাসরি চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন তিনি। তাঁর কথায়, “আমি এই মুহূর্তে অনেককিছুই করতে পারি। যেমন চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি।”
সকাল ৮.১০: বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল তিন লক্ষ। হিসাব বলছে, মৃত্যু হয়েছে তিন লক্ষ তিন হাজার ৩৫১ জনের। আক্রান্ত হয়েছেন ৪৫ লক্ষ ২৫ হাজার ১০৩ জনের। সুস্থ হয়েছেন ১৭ লক্ষের বেশি।

সকাল ৮.০০: গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১৭৫৪ জনের মৃত্যু হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement