দেশে লকডাউন অনেকটাই শিথিল। চলছে আনলক ওয়ান। এই মুর্হূতে হু হু করে বাড়ছে সংক্রমণ। ভারতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের।পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৭৩৮ জন। মৃতের সংখ্যা ৩১১। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪০: করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে টপকে গেল ভারত। বিশ্বে এখন ভারতের স্থান পঞ্চম।
রাত ৮.৩০: করোনায় আক্রান্তদের মৃতদেহ উপযুক্ত স্থানে ৩০ মিনিট রাখতে হবে। সেখানেই পরিবারের তরফে জানানো যাবে শেষ শ্রদ্ধা।
West Bengal Health Department issues ‘amended standard operating procedure for paying last respect’ to people who died of COVID-19. “Dead body should be kept at a suitable place for 30 minutes during which family members shall be allowed to pay their last respect,” it reads. pic.twitter.com/HPABf0mkPb
— ANI (@ANI) June 6, 2020
সন্ধ্যে ৭.৩৫: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।
সন্ধ্যা ৭.৩০: ৮ জুন থেকে খুলবে সমস্ত হোটেল, রেস্তরাঁ। নির্দেশ রাজস্থান সরকারের।
সন্ধ্যা ৭.২০: ৮ জুন থেকে খুলবে সমস্ত ধর্মস্থান। তবে ধর্মীয় কোনও কারণে ভিড় করা যাবে না। ঘোষণা হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার।
All places of worship can reopen from 8th June in the state, but no religious gathering is allowed. Social distancing norms must be followed: Haryana Deputy Chief Minister Dushyant Chautala. pic.twitter.com/S2ZPAvrECE
— ANI (@ANI) June 6, 2020
বিকেল ৬.৪০: ৯ জুন খুলবে লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেন। শুরু প্রস্তুতি।
বিকেল ৬.২০: গত ২৪ ঘন্টায় নতুন করে মেদিনীপুরে তিনজনের শরীরে করোনার সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে একজন গড়বেতার এক লোধা অধ্যুষিত গ্রামের বাসিন্দা। বাকী দু’জনের বাড়ী দাসপুরে। সকলেই পরিযায়ী শ্রমিক। তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন। এদিনই করোনাকে জয় করে মেছোগ্রামের বড়মা হাসপাতাল থেকে ১০ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
বিকেল ৫.২৩: আগামী ৮ জুন থেকে খুলবে দিল্লির জামা মসজিদ। চলছে জোর প্রস্তুতি।
Delhi: Preparations are underway at Jama Masjid for reopening from June 8, after the Ministry of Home Affairs allowed the opening of places of worship with certain precautionary measures amid #COVID19 outbreak. pic.twitter.com/cMFbK0PTs8
— ANI (@ANI) June 6, 2020
বিকেল ৫.১৬: আরও ৩ জন ITBP’র শরীরে করোনা সংক্রমণ।
3 new cases of #COVID19 reported in ITBP in the last 24 hours. There are total 34 active cases & 177 have recovered till date: Indo-Tibetan Border Police (ITBP) pic.twitter.com/vPH81u4bBU
— ANI (@ANI) June 6, 2020
বিকেল ৪.৩৩: নেপালে নতুন করে আক্রান্ত ৩২৩ জন।
Nepal reports 323 new #COVID19 cases and one death in last 24 hours taking the nationwide toll to 3,235. Total deaths stand at 11: Health Ministry pic.twitter.com/ktNV2BDFf2
— ANI (@ANI) June 6, 2020
বিকেল ৪: “সবাইকে জামাই আদরে রাখা অসম্ভব”, কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য শতাব্দী রায়ের।
বেলা ৩.৪৫: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২৬ হাজারের গণ্ডি।
বেলা ৩.১২: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত আরও ৩১ জন।
31 more positive cases of #COVID19 have been reported today in Uttarakhand today, taking total positive cases in the state to 1245. The death toll stands at 11: State Health Department pic.twitter.com/KHZ02Jiqgf
— ANI (@ANI) June 6, 2020
বেলা ১.৫৭: বিহারে নতুন করে করোনা আক্রান্ত আরও ১৪৭ জন।
Bihar detects 147 more #COVID19 positive cases, taking the total number of positive cases in the state to 4745: State Health Department
— ANI (@ANI) June 6, 2020
বেলা ১.৫৩: পাঞ্জাবে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ধর্মস্থানগুলির দরজা।
Places of worship shall remain open only between 5 am and 8 pm. Maximum number of persons at the time of worship shall not exceed 20: Punjab Government #Unlock1 https://t.co/bX6eIhYDOq
— ANI (@ANI) June 6, 2020
বেলা ১২.৪৭: করোনা আক্রান্তদের ফেরালে রেয়াত নয়, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
#WATCH Some hospitals are denying admission to #COVID19 patients. I am warning those who think they will be able to do black-marketing of beds using the influence of their protectors from other parties, you will not be spared: Delhi Chief Minister Arvind Kejriwal pic.twitter.com/1usHkXJS15
— ANI (@ANI) June 6, 2020
বেলা ১২.১৫: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গহীন এবং সামান্য উপসর্গযুক্ত রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল্লি স্বাস্থ্যদপ্তরের।
As per Union Health Ministry guidelines, asymptomatic & mild symptom cases don’t need hospitalization. Any mild or asymptomatic patient has to be discharged by the hospital within 24 hours of admission: Delhi Health Department #COVID19 pic.twitter.com/3rtQNrDQrc
— ANI (@ANI) June 6, 2020
বেলা ১২.১১: আলিপুর আদালতে করোনা আক্রান্ত ২ বিচারক।
সকাল ১১.৫৩: মণিপুরে নতুন করে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ।
Manipur reports 11 new cases of #COVID19, taking the total number of cases in the state to 143 including 91 active cases: State Government pic.twitter.com/era7hsHyQ9
— ANI (@ANI) June 6, 2020
সকাল ১১.৪৩: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৮ জন।
Jharkhand reports 95 new cases of #COVID19 in the last 24 hours. The total number of cases in the State stands at 938 including 521 active cases, 410 recovered and 7 deaths: State Health Department pic.twitter.com/lxc25SuV1o
— ANI (@ANI) June 6, 2020
সকাল ১০.০২: ইডির ৫ আধিকারিক করোনা আক্রান্ত। সুরক্ষার স্বার্থে সিল করা হল দিল্লির খান মার্কেটের লোক নায়ক ভবনে এনফোর্স ডিরেক্টরেটের সদর দপ্তর।
5 #COVID19 positive cases found in the headquarters of Enforcement Directorate (ED) situated at Lok Nayak Bhawan, Khan Market, Delhi. The building was sanitized yesterday; it has been sealed till tomorrow. pic.twitter.com/Zw0noeEXi1
— ANI (@ANI) June 6, 2020
সকাল ৯.১৪: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। বিশ্বের কোভিড তালিকায় ইটালিকে টপকে ৬ নম্বরে ভারত।
India reports 9887 new #COVID19 cases & 294 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 236657, including 115942 active cases, 114073 cured/discharged/migrated and 6642 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/1URmVp49Ww
— ANI (@ANI) June 6, 2020
সকাল ৮.৪৪: আগামী ২০-২৩ জুন উত্তরাখণ্ডে হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
Uttarakhand Board examinations for the papers of class 10th and 12th whose conduct was deferred due to COVID will be held from 20th-23rd June. Evaluation of answer sheets to be completed till 15th July: State Secretary (Education), Meenakshi Sundaram K pic.twitter.com/W0EHU1SpkO
— ANI (@ANI) June 6, 2020
সকাল ৮.১৪: ৮ জুন থেকে খুলবে শপিং মল। তার আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের শপিং মলে চলছে স্যানিটাইজেশনের কাজ।
Preparations underway at a mall in Moradabad ahead of its reopening on 8th June. Shopping malls in Uttar Pradesh that are outside containment/buffer zones have been allowed to open from 9 am to 9 pm, by the state government. pic.twitter.com/zYj2NPl48L
— ANI UP (@ANINewsUP) June 6, 2020
সকাল ৬.৩৪: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত ১০০৫ জন।
সকাল ৬.০৭: কোয়েম্বাটুরে চলছে রেস্তরাঁ খোলার প্রস্তুতি। দূরত্ব বজায় রাখতে ৫০ শতাংশ আসন ব্যবহার করা হবে বলেই জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।
Tamil Nadu: Hotels/restaurants gear up to resume operations in Coimbatore from June 8. Gurumurthy, of RHR hotel says, “We’ll use only 50% seating capacity, we’re providing partition b/w tables. We’ll use leaves to serve customers, that is disposable. Customers will be screened.” pic.twitter.com/V87incMvuO
— ANI (@ANI) June 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.