Advertisement
Advertisement

Breaking News

covid

অস্থায়ী হাসপাতাল তৈরি করুন, কোভিড উদ্বেগে রাজ্যগুলিকে ৫ দফা নির্দেশিকা কেন্দ্রের

প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিল কেন্দ্র।

Centre urges states to set up makeshift hospitals on COVID situation | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 1, 2022 9:08 pm
  • Updated:January 1, 2022 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন (Omicron) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। যদিও কলকাতা-সহ গোট রাজ্যে বর্ষবরণের উৎসবে দেখা গিয়েছে ভিড়। ক্রিসমাসেও লাগাম ছাড়া অসতর্ক ভিড়ের সাক্ষী ছিল তিলোত্তমা। এদিকে হুড়মুড় করে বেড়েই চলেছে রাজ্যের করোনা (Covid) সংক্রমণ । নতুন বছরের প্রথম দিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এই অবস্থায় পশ্চিমবঙ্গ-সহ দেশের সবকটি রাজ্যকে শনিবার ফের নির্দেশিকা পাঠাল কেন্দ্র। নয়া নির্দেশিকায় অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরিতে জোর দিতে বলা হয়েছে।

শুধু এ রাজ্যেই নয়, দিল্লি (Delhi), মুম্বইয়েও (Mumbai) মাত্রাছাড়া সংক্রমণ দেখা যাচ্ছে গত কয়েক দিনে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে নতুন সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। চিঠিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করে বেড বাড়ানোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি হাসপাতালে নিকটবর্তী হোটেলগুলিকে কাজে লাগাতে বলা হয়েছে। এছাড়াও প্রত্যেক জেলায় স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম তৈরি করে সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্য পরিকাঠামোর উপর নজর রাখতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : নিজস্ব মোবাইল নেই, কীভাবে কোভিড টিকার রেজিস্ট্রেশন করবে ১৫ ঊর্ধ্বরা?]

যে সব করোনা আক্রান্ত নিভৃতবাসে রয়েছেন তাঁদের উপর নজর রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে। প্রয়োজনে রোগীদের হাসপাতালে ভরতি করতে বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উপর নজর দিতে বলা হয়েছে। অক্সিজেন ও ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যে সব স্বাস্থ্যকর্মী তথা সামনের সারির কর্মী কোভিড সংক্রমণ রুখতে কাজ করছেন, প্রয়োজন মতো তাঁদের নিভৃতবাসে পাঠাতে বলা হয়েছে।

[আরও পড়ুন : রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়িয়ে কলকাতায় একদিনে সংক্রমিত ২৩৯৮]

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ উল্লেখ করেছেন, সে সব আক্রান্ত নিজের বাড়িতেই নিভৃতবাসে থাকবেন, ওই রোগীরা কেমন থাকছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। অসুস্থতা বাড়লে তাঁরা যাতে স্বাস্থ্য পরিকাঠামোর যাবতীয় সুবিধা পান, সেদিকে খেয়াল রাখতে হবে।

এদিকে রাজ্যে লাফিয়ে করোনা আক্রান্ত বাড়লেও স্বস্তির বার্তা দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। শনিবার তিনি বলেন, যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যে তৈরি আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement