Advertisement
Advertisement
Bangladesh

লকডাউন ওঠার প্রথমদিনেই রেকর্ড মৃত্যু বাংলাদেশে, বাড়ল আক্রান্তের সংখ্যাও

মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজারের গণ্ডি।

Bangladesh records highest 40 deaths in a day, cases cross 47,000 mark

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:May 31, 2020 9:55 pm
  • Updated:May 31, 2020 9:58 pm

সুকুমার সরকার, ঢাকা: ৬৬ দিন পর অফিস ও আদালত খোলার প্রথমদিনেই বাংলাদেশে করোনার বলি হলেন সর্বোচ্চ ৪০ জন। এর আগে একদিনে এতজন মানুষের একসঙ্গে মৃত্যু হয়নি। এছাড়া এই সময়ের মধ্যে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এই ঘটনাও আগে ঘটেনি। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু ধরে এখনও পর্যন্ত মোট ৬৫০ জন করোনায় মারা গেলেন। এর মধ্যে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু‘জন শিক্ষক ও বেসরকারি টেলিভিশনের একজন উচ্চপদস্থ আধিকারিক প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ রবিবার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ ও মহিলা ৭ জন। সব মিলেই দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪৭ হাজার ১৫৩ জন। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা দু’মাসেরও বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি গতকাল শেষ হয়েছে। ফলে রবিবার থেকে সব অফিস খুলেছে। যদিও গোটা দেশে সংক্রমণের মাত্রা এখন বেশ উর্ধ্বমুখী। রবিবার সকাল থেকেই অনেকেই কর্মস্থলে গেছেন। সামাজিক দূরত্বের কথা বলা হলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেল গণপরিবহণে লোকজন জড়ো হয়েই উঠছেন। সামাজিক দূরত্বের ধার ধারছেন না। অফিস যেতে হবে এটাই যেন মুখ্য বিষয়।

Advertisement

[আরও পড়ুন: অর্থনীতি বাঁচানোর তাগিদ, ২ মাস লকডাউনের পর স্বাভাবিক ছন্দে বাংলাদেশের জনজীবন ]

অন্যদিকে গণপরিবহণ কর্তৃপক্ষকে কোনও নিয়ম মানতে দেখা যায়নি। এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। তবে সরকার গণপরিবহণের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে বিজ্ঞাপন জারি করেছে। বলা হয়েছে, বাসগুলি তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। যদিও সব অফিস খুলে দিয়ে বাসে অর্ধেক যাত্রী বহন করার এই সিদ্ধান্ত এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন অনেকে। সে আশঙ্কার অনেকটাই যে সত্যি সেটা রবিবার সকালে দেখা গেল রাজধানীর বিভিন্ন এলাকায়। মীরপুরের কয়েকটি এলাকায় দেখা গেল বাসগুলি থামিয়ে যাত্রীদের জড়ো করে ওঠানো হচ্ছে। সামাজিক দূরত্ব সংক্রান্ত নিয়মের তোয়াক্কাই করছে না।

[আরও পড়ুন: বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশই করোনা আক্রান্ত! আশঙ্কা বিশিষ্ট বিজ্ঞানীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement