Advertisement
Advertisement
করোনা সৎকার

করোনা আতঙ্ক, পুণে থেকে আনা যুবকের দেহ সৎকারে বাধা কাঁথিতে

দেহ নিয়ে হন্যে হয়ে ঘুরছেন অসহায় পরিবার।

A Cremation is stopped amid Corona scare at Kanthi in East Midnapore
Published by: Paramita Paul
  • Posted:March 26, 2020 3:03 pm
  • Updated:March 26, 2020 5:30 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ‘করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে’, এই সন্দেহে মৃতদেহ সৎকার আটকে দিল স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, করোনায় আক্রান্ত হননি, বরং আত্মঘাতী হয়েছেন এই যুবক। কিন্তু মৃতের পরিবারের কথা কেউ শুনতে রাজি হননি বলে অভিযোগ। সৎকার করতে গিয়ে বারবার বিক্ষোভে মুখে পড়ছেন তাঁরা। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষি থাকল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুণেতে করোনায় আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এখানে দেহ সৎকার করলে সংক্রমণ ছড়াতে পারে। তাই দাহ করতে দেওয়া হবে না। শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেহ সৎকার করা সম্ভব হয়নি।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত ঘাঁটুয়া গ্রামের বাসিন্দা অক্ষয় রাউল কর্মসূত্রে সস্ত্রীক মহারাষ্ট্রের পুণেতে থাকতেন। গত রবিবার বছর তেইশের ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের লোকজন একটি গাড়ি ভাড়া করে ওই মৃতদেহ গ্রামে নিয়ে আসেন। কিন্তু সেই দেহ সৎকারে বাধা দেন গ্রামবাসীরা। নিরুপায় হয়ে পরিবারের লোকজন দেহটি সৎকারের জন্যে কাঁথি শহরের একটি শ্মশানে নিয়ে আসেন। কিন্তু সেখানেও চরম বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন : করোনার জেরে হতে পারে রক্ত সংকট, আশঙ্কায় রাজ্যের বেশিরভাগ ব্লাড ব্যাংক]

মৃতের পরিবারের লোকজনের কথায়, পারিবারিক অশান্তির জেরে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। করোনায় সংক্রমিত হয়ে তাঁর মৃত্যু হয়নি। কিন্তু কে শোনে কার কথা! কোনও কথা শুনতেই নারাজ এলাকাবাসী। সকলেরই সন্দেহ ওই যুবক হয়ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তাঁদের কথায়, “প্রায় ৭০ হাজার টাকা খরচ করে দেহ নিয়ে আসা হল কেন? নিশ্চয়ই ওখানে দেহ সৎকার করতে দেওয়া হয়নি।” বাধ্য হয়ে সৎকারের জন্যে মৃতদেহ নিয়ে হন্যে হয়ে ঘুরছে পরিবারের লোকজন।

[আরও পড়ুন : লকডাউনেও চায়ের দোকানে আড্ডা, প্রকাশ্যে কান ধরে ওঠবোস করাল পুলিশ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement