ফাইল ফটো
ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর ২১ দিন কেটে গিয়েছে। আর এর মধ্যে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। শনিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২এ। মৃত্যু হয়েছে ১৩,৬৯৯জনের। পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) আক্রান্ত ১৪,৩৫৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৫০: বিশ্বে করোনায় আক্রান্ত ৮৮ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার মানুষের। তথ্য দিলেন WHO’র ডিরেক্টর টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস।
More than 8.8 million #COVID19 cases have now been reported to WHO, and more than 465,000 people have lost their lives. Some countries are continuing to see a rapid increase in cases and deaths: Tedros Adhanom Ghebreyesus, Director-General of WHO https://t.co/LR5UT51wru
— ANI (@ANI) June 22, 2020
রাত ১০.০২: পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত। হায়দার আলি, হরিশ রউফ, শাদাব খানের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ, নিশ্চিত করল পিসিবি। তাঁদের কারওরই কোনও উপসর্গ ছিল না বলে খবর।
Pakistan Cricket Board (PCB) has confirmed 3 players – Haider Ali, Haris Rauf & Shadab Khan – have tested positive for #COVID19. The players had shown no symptoms until they were tested in Rawalpindi on Sunday ahead of Pakistan men’s national cricket team’s tour to England: PCB pic.twitter.com/DeWG0uL5la
— ANI (@ANI) June 22, 2020
রাত ৯.৪০: করোনায় সংকটাপন্ন রোগীদের জন্যই শুধুমাত্র ডেক্সামিথাজোন ব্যবহারের অনুমতি দিল WHO.
WHO emphasizes that dexamethasone should only be used for patients with severe or critical #COVID19 under close clinical supervision. No evidence this drug works for patients with mild disease or as a preventive measure, and it could cause harm: Director-General of WHO (file pic) pic.twitter.com/nQGzImjY3s
— ANI (@ANI) June 22, 2020
রাত ৯: মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি একইরকম উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ৩৭২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬২ জনের। উদ্ধবের রাজ্যে মোট করোনা পজিটিভ ১,৩৫,৭৯৬।
3721 new cases, 62 deaths and 1962 discharged cases have been reported in Maharashtra today. Number of total cases rise to 135796 including 67706 recovered cases, 6283 deaths and 61793 active cases: State Health Department pic.twitter.com/7CWKwVnG2y
— ANI (@ANI) June 22, 2020
রাত ৮.৪৬: পাটনা এইমসে আত্মঘাতী এক করোনা রোগী। খবর পেয়ে তদন্তে নামল পুলিশ। কী কারণে আত্মহত্যা, খতিয়ে দেখতে শুরু তদন্ত।
Bihar: A #COVID19 patient allegedly commits suicide at AIIMS Patna. Police are investigating the matter.
— ANI (@ANI) June 22, 2020
রাত ৮.২০: যোগীরাজ্যে ফের করোনা পরিস্থিতির করুণ চিত্র। আগ্রায় সরকারি হাসপাতালে ভরতি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৮ জন করোনা রোগীর মৃত্যু। তদন্তের নির্দেশ প্রশাসনের।
সন্ধে ৭.৪৬: রাজ্যে ফের সংক্রমণের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১৩ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। এনিয়ে রাজ্যে মোট করোনা পজিটিভ ১৪৩৫৮। মৃতের সংখ্যা ৫৬৯।
সন্ধে ৬.২০: আজ রাত ৯টা থেকে বুধবার দুপুর ২ টো পর্যন্ত পুরীতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা। করোনা আবহে রথযাত্রা উৎসবে সাবধানতা অবলম্বনে এই সিদ্ধান্ত ওড়িশা সরকারের।
Rath Yatra: Complete shutdown in Puri district (Odisha) from 9 pm today till Wednesday 2 pm.
— ANI (@ANI) June 22, 2020
সন্ধে ৬: করোনা পরিস্থিতিতে দিল্লিকে সাহায্যের হাত বাড়াল ফ্রান্স। ২০০ মিলিয়ন ইউরো ঋণদানের সিদ্ধান্ত। তার আগে দিল্লির খাদ্যমন্ত্রীকে নিয়ে রেশন দোকান পরিদর্শন ফরাসী রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাঁর।
French Envoy to India Emmanuel Lenain, along with Delhi Food Min Imran Hussain, visited a ration shop in Tughlaqabad today to inspect distribution of ration by Delhi govt.
France-India have signed agreement, with France committing 200 mn euros to support Delhi’s COVID response. pic.twitter.com/FnOafAxFXY
— ANI (@ANI) June 22, 2020
বিকেল ৫. ২৭: আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে পাঠানো হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে।
Delhi Health Minister Satyendar Jain shifted to General Ward following improvement in his health condition, his oxygen suppprt has been removed: Office of Delhi Health Minister (file pic)
He had tested positive for #COVID19 on June 17. pic.twitter.com/xcoj4u79HL
— ANI (@ANI) June 22, 2020
বিকেল ৫. ০০: বাংলাদেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১, ৫০২ জন।
বিকেল ৪. ৩০: হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পালস অক্সিমিটার দেওয়া হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিকেল ৪. ০৭: শর্তসাপেক্ষে শুধুমাত্র পুরীতে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
Puri Jagannath temple Rath Yatra matter: Chief Justice of India (CJI) SA Bobde says the Supreme Court is only considering conducting the Yatra in Puri and not anywhere else in Odisha.
— ANI (@ANI) June 22, 2020
দুপুর ৩. ৪৫: সংক্রমণের ভয়ে ২০২১ এর মহাকুম্ভ মেলা নিয়ে এখন থেকেই চিন্তায় অখিল ভারতীয় আখাড়া পরিষদ।
দুপুর ২. ২০: ৩০ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কামাখ্যা মন্দিরের দরজা।
Assam: Kamakhya Temple in Guwahati to open for devotees on 30 June. Temple Doloi (head) says, “Ambubachi Mela (scheduled to take place from 22-25 June) will not take place this year, in view of COVID-19 pandemic. Last year 25 lakh people had participated in the mela.” pic.twitter.com/Tas2e9adTz
— ANI (@ANI) June 22, 2020
দুপুর ২. ০৩: বুধবার নবান্নে সভাঘরে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। বিধানসভায় স্পিকারের ঘরে বৈঠকের জায়গা না থাকায় পরে স্পিকার মুখ্যমন্ত্রীকে নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে অনুরোধ করেন।
দুপুর ১. ২৬: জনগনের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হতে পারে জগন্নাথ দেবের রথযাত্রা, সুপ্রিম কোর্টকে জানায় কেন্দ্র।
দুপুর ১২. ৫০: করোনায় আক্রান্ত হয়ে গোয়ায় প্রথম মৃত ৮৫ বছরের এক বৃদ্ধা। তাঁর হাঁপানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানা যায়।
An 85-year-old patient with a history of asthma, diabetes, blood pressure passed away today morning. He had tested positive for COVID19: Goa CM Pramod Sawant https://t.co/1oyOgODDCK pic.twitter.com/ngWVNRZ7pw
— ANI (@ANI) June 22, 2020
বেলা ১১. ৫০: ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৫ জন পুলিশর কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। আক্রান্ত হয়ে মৃত ১।
সকাল ১০. ৩০: করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
সকাল ০৯. ৩৬: ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৮২১ জনের শরীরে মিলল করোনা আক্রান্তের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ, ২৫ হাজার২৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩ হাজার ৬৯৯ জন।
445 deaths and spike of 14,821 new #COVID19 positive cases reported in India in last 24 hrs.
Positive cases in India stand at 4,25,282 including 1,74,387 active cases, 2,37,196 cured/discharged/migrated & 13699 deaths: Ministry of Health pic.twitter.com/ucmSdlZRjI— ANI (@ANI) June 22, 2020
সকাল ০৯. ১৫: দিল্লিতে পুলিশ, সিভিক ভলিন্টিয়ারদের উপরে হামলা কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের।
সকাল ০৮. ১০: উত্তরপ্রদেশের কানপুরে মেয়েদের একটি সরকারি হোমে ৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা।
সকাল ০৮. ০০: পুরীর রথযাত্রা নিয়ে আজ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি।
Supreme Court’s single-judge bench will hear today four petitions seeking modification of its earlier order of June 18, which had stayed the annual ‘Rath Yatra’ in Puri and all other places in Odisha, due to COVID19 pandemic.
(file pic) pic.twitter.com/DmbC5GI42T— ANI (@ANI) June 22, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.