সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই, সুস্থও হচ্ছে বহু মানুষ। এমনই আশার কথা জানালেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তা লব আগরওয়াল। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে লক ডাউনে নবম দিনে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় দু’হাজার জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে সর্বাধিক। একদিনে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। তবে বিশেষজ্ঞদের কথায়, বিশ্বে মহামারির রূপ নিয়েছে করোনা। সেই তুলনায় ভারতে আক্রান্তের হার কম। এই পরিসংখ্যান কিছুটা হলেও আষার আলো দেখাচ্ছে।
Home Ministry has identified 9000 Tablighi Jamat workers& their contacts, and placed them in quarantine. Out of these 9000 people, 1306 are foreigners and the rest are Indians: Punya Salila Srivastava, Joint Secy, Home Ministry pic.twitter.com/F7hzaT2gLf
— ANI (@ANI) April 2, 2020
বৃহস্পতিবার বিকেলে রুটিনমাফিক সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুন্য সলিলা শ্রীবাস্তব।তিনি জানান, দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দেওয়াজামাত কর্মী ও তাঁদের সংস্পর্শে আসা মোট নয় হাজার জনকে চিহ্নিত করেছে সরকার। তাঁদের মধ্যে ১৩০৬ জন বিদেশি। বাকিরা সকলেই ভারতীয়। সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
In the particular colony, the building has been sealed and sample collection of all residents of the building is underway. As per protocol, contact tracing is underway: Lav Agrawal, Joint Secy, Health Ministry on COVID19 positive case found in Mumbai’s Dharavi pic.twitter.com/2pCd8pdSGY
— ANI (@ANI) April 2, 2020
তিনি আরও জানান, গুজব বা ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। চালু করা হয়েছে নতুন ইমেল আইডি। যেখানে সকলের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে। এমনকী পরিযায়ী শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবনাচিন্তা করে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যগুলির জন্য গাইডলাইনও তৈরি করা হয়েছে বলে খবর।
“We’ve placed orders for more than 1.5cr PPEs&supply has started. PPEs also been sent to the States.Also placed orders for more than 1 Cr N95 masks,” Jt Secy, Health Ministry on reports of Delhi’s Hindu Rao hospital doctors resigning over demand for personal protection equipment pic.twitter.com/ZFTedWyBt6
— ANI (@ANI) April 2, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.