Advertisement
Advertisement

Breaking News

মাথা নেড়া, পরনে সোনালি ফ্রক, টলিপাড়ার ‘খাদ্যরসিক’ নায়িকাকে চিনতে পারছেন?

তাঁকে কেউ বলেন 'খাদ্যরসিক'। আবার কেউ তাঁকে বলেন 'ডিম্পল কুইন'। কে বলুন তো?

Would you be able to recognize this Tollywood actress
Published by: Sandipta Bhanja
  • Posted:March 3, 2025 1:54 pm
  • Updated:March 3, 2025 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সোনালি রঙের ফ্রক। মাথা নেড়া। মাটিতে বসা খুদেটিকে চিনতে পারছেন? সিনেপাড়ায় ইদানীং শুধুই তাঁর চর্চা। নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে শুধুই তাঁর প্রতিপত্তি। বুঝতে পারছেন কোন অভিনেত্রীর কথা হচ্ছে? খাদ্যরসিক হিসাবেও টলিপাড়ায় তাঁকে নিয়ে কম চর্চা হয় না। তাঁর ছোটবেলার এই ছবি দেখলে তা অবশ্য খানিকটা আন্দাজ করা যায়। পাত পেড়ে খাওয়া-দাওয়ার ছবিই পোস্ট করেছেন নায়িকা। আর পাশে মা তাঁকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন। মায়ের মুখের সঙ্গে কিন্তু নায়িকার মুখেরও অনেক মিল রয়েছে। এবার কি ধরতে পারছেন?

ছবির এই খুদেটি হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে অনেকে আবার তাঁকে ‘বিনোদিনী’ বলেও ডাকছেন। ঝুলিতে রয়েছে একের পর এক ছবি। নায়িকার ইনস্টাগ্রাম ঘাঁটলে সেই আপডেট অবশ্য রোজই পাওয়া যায়। মায়ের জন্মদিন উপলক্ষে নিজের ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। কখনও তিনি মায়ের কোলে। কখনও খেলা করছেন। নিজের অন্নপ্রাশণের ছবিও পোস্ট করেছেন নায়িকা।

Advertisement

ক্যাপশনে লেখা- “আমার পৃথিবীকে শুভ জন্মদিন। সব সময় আমার পাশে থাকার জন্য, আমায় পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ।” উল্লেখ্য, ছবি মুক্তির পরেও প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন নায়িকা। এর মাঝে খুব অসুস্থও হয়ে পড়েছিলেন। নিজের ইনস্টাগ্রামেই পোস্ট করে জানিয়েছিলেন সে কথা। হাতে স্যালাইন চলছে এমনই একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছিলেন,“হাল ছাড়িনি, এখনও লড়ে যাচ্ছি।” শোনা গিয়েছিল,শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ। শারীরিক অসুস্থতার জন্যই সম্প্রতি ‘খাদান’-এর সাকসেস পার্টিতে দেরিতে এসেছিলেন নায়িকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement