সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের এক অদ্ভূত সন্ধিক্ষণে আল্লু অর্জুন। একদিকে ‘পুষ্পা ২’র পাহাড়প্রমাণ সাফল্য, অন্যদিকে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে থানা, পুলিশ, ভাঙচুর, রাজনৈতিক নেতাদের রোষানল। কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি পর্যন্ত ছেড়ে কথা বলেননি। কেন কংগ্রেসের নিশানায় দাক্ষিণাত্যের সুপারস্টার? বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, তেলেঙ্গানার শাসক দল কংগ্রেসের প্রচার করতে রাজি না হওয়ার কারণেই আল্লুর এই বিপত্তি।
ঘটনার সূত্রপাত
৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
আল্লু অর্জুনের গ্রেপ্তারি-জামিন
রেবতীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন আল্লু। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় ১৩ ডিসেম্বর। গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান সুপারস্টার। কিন্তু লালফিতের ফাঁসে সারারাত তাঁকে জেলে কাটাতে হয়।
রাজনৈতিক মোড়…
তেলেঙ্গানার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে আল্লু অর্জুনকে একহাত নেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। এর পরই আসরে নামের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আল্লুকে ‘অমানুষ’ কটাক্ষ করেন তিনি। বলেন, “কীরকম ধরনের মানুষ আপনি?”
সুপারস্টারের বাড়িতে হামলা
রবিবার বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রীতিমতো তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভিতরে ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা। এই ঘটনার পর ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেকেই জামিন পেয়ে গিয়েছেন।
আল্লুর বাড়িতে হামলার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগের অভিযোগ
সোশাল মিডিয়ায় এক হামলাকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ছবি ছড়িয়ে পড়ে। তার জেরেই প্রশ্ন ওঠে, তাহলে কি আল্লু অর্জুনের বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে? এই আগুনের ঘৃতাহুতি পড়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর এক্স পোস্টে। তিনি লেখেন, ‘জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে পাথর ছোড়া হয়েছে। এটা রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসের মতো। কংগ্রেসের নিশানায় আল্লু অর্জুন কারণ তিনি তাদের দলের হয়ে প্রচার করতে রাজি হননি। যে অপরাধ তিনি করেননি তার জন্য গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে। ‘মহব্বত কি দুকান’-এ ঘৃণার সামগ্রী বিক্রি হচ্ছে।’
নিজের আরেক পোস্টে হামলাকারী ও রেবন্ত রেড্ডির ভাইরাল ছবিও শেয়ার করেন তিনি। যদিও এই ছবির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.