সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের পয়লা ডিসেম্বর নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বর্তমানে তাঁদের সুখের ঘরকন্না হলেও ছয় বছর আগে কিন্তু ‘দেশি গার্ল’কে বিয়ে করতে কম কাঠখড় পোহাতে হয়নি মার্কিন পপ তারকাকে। প্রথমে নাকি বিদেশি জামাইকে নিয়ে বেশ ধন্দে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া! শেষমেশ শাশুড়ির মন জয় করতে ফন্দি আঁটেন নিক।
প্রিয়াঙ্কার অবর্তমানে মধু চোপড়াকে নিয়ে বাইরে নৈশভোজে যান নিক জোনাস। আর সেখানেই দেশি গার্লের করপ্রার্থনা করেন তাঁর মায়ের কাছে। সেদিন কী কথা হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানিয়েছেন, “লাঞ্চের মাঝে নিক আমাকে জিজ্ঞেস করে, মেয়ের জন্য আপনার কীরকম জামাই পছন্দ? আমি সবকটা পয়েন্ট ওকে বলি। সেগুলো শুনেই নিক আস্তে করে আমার হাতটা ধরে বলে- আমিই সেই ছেলেটি। আপনার মেয়ের জীবনসঙ্গী হতে পারি? কথা দিচ্ছি, আপনার তালিকায় যেসমস্ত গুণাবলী রয়েছে, তার কোনওটার অন্যথা হবে না।” নিক-প্রিয়াঙ্কার বিয়ের বয়স নিয়েও কম চর্চা হয়নি। সেপ্রসঙ্গে মধু চোপড়ার মন্তব্য, “বয়সের বিষয়টা আমাকে কোনওদিনই ভাবায়নি। ছেলেটি ভালো। ওরা একে-অপরের প্রতি যত্নশীল। লোকে যা বলে বলুক, আমি কিন্তু খুব খুশি।” তবে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান নিয়ে কেন অসন্তুষ্ট ছিলেন মধু চোপড়া?
অভিনেত্রী নিজেই মা সম্পর্কে জানিয়েছেন, “আসলে মেয়ে এত ছোট পরিসরে কাউকে নিমন্ত্রণ না করে বিয়ে করবে সেটা ভালো লাগেনি মায়ের। এত পরিচিত লোকজন রয়েছে মায়ের চারদিকে। ওঁর মনে হয়েছিল, একে-তাকে কী করে বাদ দেব? হেয়ারড্রেসার, মেকআপ শিল্পী, বন্ধুবান্ধব…। এর পরে তো আমাকে দেড় লক্ষ লোকের জন্য আরেকটা পার্টির আয়োজন করতে হবে।” এপ্রসঙ্গে মধু চোপড়ার মন্তব্য, “হ্যাঁ, ঘনিষ্ঠবৃত্তে বিয়ে করার সিদ্ধান্ত প্রিয়াঙ্কার ছিল। তবে ওটা আবার আমার শকিং লেগেছিল। কী করে এতগুলো মানুষকে বাদ দিয়ে বিয়ে করতে পারো? আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম। ও কী করল, নিজে বেছে বেছে সব নাম ছাঁটাই করে ফেলল।” তবে সেই বিয়ে সম্প্রতি ছয় বছরের জন্মদিন উদযাপন করেছে। মধু চোপড়াও মেয়ে-জামাই প্রিয়াঙ্কা এবং নিকের সঙ্গে বেশিরভাগ সময়ে মার্কিন মুলুকে থাকেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.