সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। সুনীতা-গোবিন্দা সম্পর্কের অবসানের জল্পনায় শোরগোল বলিউডে। আর এই পরিস্থিতিতে উঠে আসছে পুরনো তথ্য। জানা যাচ্ছে, এনগেজমেন্ট হওয়ার পরও সুনীতাকে বিয়ে না করে অভিনেত্রী নীলমের সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন গোবিন্দা।
এক সংবাদমাধ্যম খুঁজে বের করেছে গোবিন্দার সেই অতীত-প্রণয়ের কাহিনি। সেটা ১৯৮৬ সাল। মুক্তি পেয়েছে অভিনেতার প্রথম ছবি ‘লাভ ৮৬’। সেই ছবিতে নীলমের সঙ্গে গোবিন্দার কেমিস্ট্রি মন জিতেছিল সকলের। কিন্তু সেই রোম্যান্সকে অনস্ক্রিন থেকে অফস্ক্রিনেও প্রসারিত করতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু ততদিনে সুনীতার সঙ্গে এনগেজমেন্ট তথা বাগদান হয়ে গিয়েছিল তাঁর। একদা গোবিন্দা স্বীকার করেছিলেন, নীলমের প্রেমে সেই সময় হাবুডুবু খাচ্ছিলেন তিনি। আর তাঁকে বিয়ে করার জন্য সুনীতার সঙ্গে এনগেজমেন্ট ভাঙতেও তাঁর আপত্তি ছিল না। আশ্চর্যের বিষয় হল, এই বিষয়টা কিন্তু অজানাই ছিল খোদ নীলমের।
১৯৯০ সালে বিখ্যাত ‘স্টারডাস্ট’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নীলমের প্রতি তাঁর দুর্বলতার কথা জানিয়েছিলেন গোবিন্দা। বলেছিলেন, নীলম এমন এক নারী, যাঁকে দেখলে যে কোনও পুরুষই হৃদয় হারাবেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমরা একসঙ্গে অনেক ছবি করেছি। প্রায়ই আমাদের দেখা হত। যত ওঁকে চিনেছি, ততই পছন্দ করতে শুরু করেছি। উনি এমন এক মহিলা যাঁকে যে কোনও পুরুষ হৃদয় দিতে ব্যাকুল হয়ে পড়বে।”
এই প্রেমের কথা কি জানতেন? জানা যায়, বিয়ের আগে নাকি সুনীতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির কাছে গোপনই রেখেছিলেন গোবিন্দা। কিন্তু সুনীতা ভালো ভাবেই জানতেন নীলমের প্রেমে কেমন লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছেন তাঁর হবু স্বামী। গোবিন্দা নাকি সুনীতাকে বলেন নীলমের মতো হয়ে উঠতে। এই নিয়ে বিয়ের আগেই তাঁদের মধ্যে প্রবল ঝগড়া হয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় এনগেজমেন্ট ভেঙেও দিয়েছিলেন গোবিন্দা। দিন পাঁচেক তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। পরে ফের সম্পর্ক জোড়া লাগে। যা এবার ভাঙনের মুখে! আর তা নিয়েই তুঙ্গে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.