Advertisement
Advertisement
WB Lok Sabha Election

হুইলচেয়ারে মা, সকালে ভোট দিলেন রাজ-শুভশ্রী, গণতন্ত্রের উৎসবে শামিল কোয়েল-নুসরতরা

টলিউডের আর কারা ভোট দিলেন?

WB Lok Sabha Election: Raj-Subhashree, Koel, Nusrat jahan, Aparna Sen Casts Their Votes
Published by: Sandipta Bhanja
  • Posted:June 1, 2024 12:42 pm
  • Updated:June 1, 2024 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচন(WB Lok Sabha Election) একেবারে শেষ পর্যায়ে। আজ, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ দেশজুড়ে। এদিন বাংলার মোট ৫৭ আসনে নির্বাচন। আর অন্তিমদফার ভোটেই গণতন্ত্রের উৎসবে মেতে উঠলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা। শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। রাজ-শুভশ্রী, নুসরত জাহান, ঋতাভরী চক্রবর্তী, অপর্ণা সেন থেকে শুরু করে সস্ত্রীক অরিন্দম শীল-সহ সৌরভ-দর্শনারাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Advertisement

টলিতারকাদের ভোটফ্যাশনে সাদা পোশাকের ধারাই বজায় রইল। বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বুথে দেখা গেল রাজ-শুভশ্রীকে। বার্ধক্যের জেরে নুইয়ে পড়লেও হুইলচেয়ারে বসেই ভোটকেন্দ্রে গেলেন রাজ চক্রবর্তী মা।


বাবাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিলেন নুসরজ জাহান। রাজনীতি থেকে বর্তমানে শতহস্ত দূরে থাকলেও অভিনেত্রীর বার্তা, “দয়া করে সকলে ভোট দিন। এটা আমাদের অধিকার। সকলের ভোট গুরুত্বপূর্ণ।” বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে ভোট দিলেন কোয়েল মল্লিক। তবে সাদা নয়, ভোটফ্যাশনে তাঁর কাছে বরং প্রাধান্য পেল সবুজ রং। এদিন সকালবেলা থেকেই গণতান্ত্রিক দায়িত্ব পালনে দেখা যাচ্ছে তারকাদের।

[আরও পড়ুন: ‘হিমাচলে মোদি ঝড়, জিতব’, ভোট দিয়ে বেরিয়েই আত্মবিশ্বাসী ‘গেরুয়া’ কঙ্গনা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

[আরও পড়ুন: প্রয়াত রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি, ভোটের দিন দুঃসংবাদ পরিবারে]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

শনিবার সকাল সকালই ভোট দিলেন অপর্ণা সেন। পরিবর্তনের প্রতিবাদী ‘পোস্টার গার্ল’ বহুদিনই রাজনৈতিক তর্ক-বিতর্ক থেকে দূরে, তবে এদিন গণতান্ত্রিক দায়িত্ব পালন করে এলেন। সস্ত্রীক গণতন্ত্রের উৎসবে শামিল পরিচালক অরিন্দম শীলও। তনুশ্রী চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তীরাও সোশাল মিডিয়ায় ভোটচিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement