Advertisement
Advertisement

Breaking News

Ridhima Ghosh

দূরে থেকেও কাছে! ভাইকে ঋদ্ধিমার ‘ভার্চুয়াল ফোঁটা’, কী কামনা করলেন?

অনলাইনেই ভাইয়ের ফোঁটা সারেন অভিনেত্রী। পোস্ট করেছেন ছবি।

Virtual Bhai Phota for Ridhima Ghosh, see pictures
Published by: Suparna Majumder
  • Posted:November 3, 2024 2:53 pm
  • Updated:November 3, 2024 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাই আছে। তবে সুদূরে। তাই প্রযুক্তিই ভরসা। অনলাইনেই ভাই অভিষেক ঘোষকে ফোঁটা দিলেন ঋদ্ধিমা ঘোষ। ভাইয়ের ছবির সামনে সাজিয়ে দিলেন মিষ্টি। সেই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। ভাইয়ের সঙ্গে নিজের একটি পুরনো ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

কাজের জন্য বিদেশে থাকে অভিনেত্রীর ভাই। সেখানে এখন রাত। তাই সকাল সকালই আয়োজন করেছিলেন ঋদ্ধিমা। মিষ্টির পাশে রাখেন ধান, দূর্বা, প্রদীপ আর চন্দন। ফেসটাইমের মাধ্যমেই ভাইয়ের ফোঁটা সারেন অভিনেত্রী। অভিষেকের ডাকনাম ওম। সেই নামে সম্বোধন করেই জানান ভাইফোঁটার শুভেচ্ছা।

Advertisement

নিজের শেয়ার করা ছবির ক্যাপশনে ঋদ্ধিমা লেখেন, ‘যদিও আমরা অনেক দূরে থাকি আর ফেসটাইমের মাধ্যমে সেলিব্রেট করছি, তবুও আমাদের বন্ধন প্রত্যেকবার আরও কাছের মনে হয়। আমি যে তোকে কতটা মিস করছি বলে বোঝানো মুশকিল। তবে আজ তোকে আমার ভালোবাসা, আশীর্বাদ আর একটা ভার্চুয়াল ফোঁটা পাঠালাম। সবসময় তুই যেন হাসিখুশি আর সুস্থ থাকিস, জীবনে সাফল্য পাস, এই কামনাই করি। সেই দিনের জন্য আর তর সইছে না যেদিন আমরা আবার একসঙ্গে থাকব। খুব ভালোবাসি, মিস করি তোকে। ‘

ভাইয়ের থেকে আজ পর্যন্ত ভাইফোঁটার জন্য কোনও উপহার পাননি ঋদ্ধিমা। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথাই জানিয়েছেন অভিনেত্রী। তবে ঋদ্ধিমা ভালো দিদি, প্রতিবছর কোনও কোনও উপহার তিনি পাঠিয়ে দেন। অভিষেক ছাড়াও আরও তিনজনকে ফোঁটা দেন ঋদ্ধিমা। অভিনেতা ইন্দ্রাশিস রায়, তাঁর ভাই চন্দ্রাশিস রায় আর স্বামী গৌরব চক্রবর্তীর ছোটবেলার এক বন্ধুর জন্য সাজান বরণ ডালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement