Advertisement
Advertisement
Vikrant Massey

‘ভুল ব্যাখ্যা হয়েছে…!’ অবসর নিয়ে উলটো সুর বিক্রান্তের

আর কী বললেন অভিনেতা?

Vikrant Massey says not retiring, post misinterpreted
Published by: Akash Misra
  • Posted:December 3, 2024 5:41 pm
  • Updated:December 3, 2024 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই সকালই সোশাল মিডিয়ায় অভিনয় কেরিয়ার থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। তাঁর অবসর ঘোষণা নিয়ে তোলপাড় বলিপাড়া। অনুরাগীরা তো বিক্রান্তে ঘোষণা পড়ে রীতিমতো হতবাক হলেন। অনেকেই বলে উঠলেন, এমন কী হল, যে হঠাৎ ৩৭ বছর বয়সে এমন সিদ্ধান্ত! তবে সে উত্তর অধরা। এমনকী, বিক্রান্তও তা নিয়ে মুখ খোলেননি।

সোমবারই বিক্রান্তের (Vikrant Massey) সঙ্গে ঘটল দারুণ এক ঘটনা। সংসদ ভবনে দেখানো হল বিক্রান্তের কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি দ্য সবরমতী রিপোর্ট। আর যা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্য সবরমতী রিপোর্ট-এর স্পেশাল স্ক্রিনিং শেষ হওয়ার পরেই ছবি ও বিক্রান্তের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ মোদি। আর তার পরেই বিক্রান্তের মুখে উলটো সুর। এক সংবাদমাধ্যমে বিক্রান্ত জানান, ”আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। তাই কিছুদিনের ব্রেক নিয়েছি।”

Advertisement

সোমবার পার্লামেন্টে দেখানো হল বিক্রান্তে ‘ দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি। এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্ক্রিনিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিক্রান্ত। আর সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় অবসর নেওয়ার কারণ।

বিক্রান্ত সাংবাদিকদের সেই প্রশ্ন একেবারেই এড়িয়ে যান। উলটে তিনি বলেন, ”প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গৃহমন্ত্রীর পাশে বসে ছবি দেখাটা একটা আলাদাই অভিজ্ঞতা। ছবিটা যে তাঁদের ভালো লেগেছে, সেটা সত্যিই আমার কাছে গর্বের বিষয়। আমি সবাইকেই অনুরোধ করব এই ছবিটা সবাই দেখুক।” এতকিছু বললেও, বিক্রান্ত অবসর নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন।

বিক্রান্ত তাঁর ইনস্টা পোস্টে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’ বিক্রান্ত মাসের এই পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পর থেকেই মনখারাপ ভক্তদের। কিছুতেই তাঁর অভিনয় থেকে বাণপ্রস্থে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement