Advertisement
Advertisement
Veer Zaara

কুড়ি বছর পরও অব্যাহত শাহরুখ-প্রীতি ম্যাজিক! ১০০ কোটির ক্লাবে ‘বীরজারা’

শাহরুখ-ভক্তদের উন্মাদনায় ভর্তি সিনেমা হল।

Veer Zaara enters Rs 100 Crore club after re-release
Published by: Biswadip Dey
  • Posted:September 22, 2024 11:19 am
  • Updated:September 22, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো চাল ভাতে বাড়ে। প্রাচীন এই প্রবাদ যে সতি‌্য তা ফের প্রমাণ করল ‘বীরজারা’। শাহরুখ খান-প্রীতি জিন্টা-রানি মুখোপাধ‌্যায় অভিনীত ব্লকব্লাস্টার ছবিটির পুনর্মুক্তি হতেই প্রথম সপ্তাহে আয় করল ১.৭৫ কোটি। যার জেরে বিশ্বজুড়ে ছবির মোট কালেকশন বেড়ে হল ১০১.৭৫ কোটি।

২০০৪ সালে রোমান্টিক ঘরানার ছবিটি মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটির আয় ছিল ৯৭ কোটি। এর মাঝে আরও বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে প্রথম মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে‌ সম্প্রতি ফের বড়পর্দায় মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত ‘বীরজারা’। শাহরুখ ভক্তদের উন্মাদনায় ভর্তি হচ্ছে সিনেমা হলও। নতুন করে হিটের মুখ দেখছে বায়ুসেনা অফিসার বীরপ্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করা শাহরুখ ও পাকিস্তানি কন‌্যা জারার চরিত্রে অভিনয় করা প্রীতি জিন্টার প্রেম কাহিনি নির্ভর ছবিটি।কাঁটাতার পেরনো প্রেমকাহিনির জৌলুস আরও একবার দর্শকদের উৎসাহিত করেছে হলমুখী হতে। যশ চোপড়া পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ও প্রীতি জিন্টা ছাড়াও ছিলেন রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, দিব্যা দত্ত, কিরণ খের, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি। এই ছবি মুক্তি পাওয়ার পর বহু অনুরাগীর আর্জি, এবার মুক্তি পাক ‘ওম শান্তি ওম’ ও ‘ডর’-এর মতো ‘বাদশা’র আরও বাণিজ্যসফল ছবিও।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি পুরনো ছবি নতুন করে মুক্তি পাওয়ার একটা চল লক্ষ করা যাচ্ছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’, টুম্বর-এর মতো জনপ্রিয় ছবি । এমনকী, পুজোয় মুক্তি পাবে দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’। সেই তালিকায় রয়েছে সত্যজিতের ‘মহানগর’ও। এভাবেই বড়পর্দায় ফিরে আসছে পুরনো ছবির মজা। যে সময় ঝকঝকে মাল্টিপ্লেক্স ছিল না। ছিল না ডিজিটাল ডলবি সাউন্ড। কিন্তু যে ছবি ভারতীয় চলচ্চিত্রের সম্পদ। কাল্ট। সেই ছবিই যদি ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে। আর মন জিতে নিচ্ছে সিনেপ্রেমীদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement