Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?

বুধবার সকালেই আত্মহত্যা করেন মালাইকার বাবা অনিল অরোরা।

Varun Dhawan Slams Paps For Pointing Cameras At Malaika Arora after her father's demise
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2024 7:46 pm
  • Updated:September 11, 2024 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময়ে কিছুতেই যেন পিছু ছাড়ছে না মালাইকা অরোরার (Malaika Arora)। অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই আত্মঘাতী অভিনেত্রীর বাবা। বুধবার সকালেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা (মেহতা)। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান, অর্জুন কাপুর, সইফ আলি খান-সহ অনেক তারকাই। তবে এসবের মাঝেই একটি বিষয়ে চটে গেলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)।

মালাইকার বাবার আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। কোন সেলেব কখন যাচ্ছেন? পেশার খাতিরেই সবটা কভার করতে সেখানে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কেউ ভিডিও করতে ব্যস্ত আবার কেউ বা ছবি তুলতে। সেই বিষয়টিই ভালো মনে নিলেন না বরুণ ধাওয়ান। সোশাল মিডিয়ায় তার প্রতিবাদ করতেও পিছপা হলেন না। এই কঠিন পরিস্থিতিতে মালাইকার পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় বরুণ ধাওয়ান লিখেছেন, “শোকাহত মানুষের মুখের দিকে ক্যামেরা তাক করে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতো অসংবেদনশীল আর কিছুই হয় না। কী করছেন আপনারা! একটু ভাবুন। যাঁর ছবি তুলছেন, তাঁর মনের অবস্থাটা একটু ভাবুন। জানি, এটা আপনাদের কাজ। কিন্তু কোনও কোনও সময়ে মানুষের মনের অবস্থা ভালো না-ও থাকতে পারে। মানবিক দিক থেকে সেটা একটু ভাবুন।”

Advertisement

[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]

সূত্রের খবর, ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। এদিকে পুলিশকে মালাইকার মা জানিয়েছেন, “প্রত্যেকদিনের মতোই সকাল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যাই। তার পর বারান্দা থেকে উঁকি মেরে দেখি, নিচে পড়ে রয়েছেন উনি। হাঁটু ব্যথা ছাড়া আরও কোনও রোগ ছিল না।” এদিকে পিতৃবিয়োগের পর মনভাঙা পোস্ট করেছেন মালাইকা অরোরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

[আরও পড়ুন: ‘খালি পেটে বিপ্লব হয় না, পুজোয় আছি, উৎসবে নেই’, অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement