সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বরুণ ধাওয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কিয়ারা আডবাণীর থুতনিতে চুমু খাচ্ছেন তিনি। এই ভিডিওতেই দেখা গিয়েছে, আলিয়ার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরেছেন। বরুণের এই ভিডিও দেখে সোশাল মিডিয়ায় রে রে রব। নিন্দুকরা বলছেন, ইদানিং বরুণ একটু বেশিই বেসামাল! আর তাই যাঁকে কাছে পাচ্ছেন, তাঁকেই জড়ি ধরছেন!
বলিউডের পাড়ায় বরুণের এমন কীর্তি ভাইরাল হওয়ার খবর কানে উঠেছে বরুণের। আর এবার সব নিন্দুকের মুখে কুলুপ আঁটতে এগিয়ে এলেন খোদ বরুণ। স্পষ্টই জানালেন, ”আপনারা যে ভিডিওটা দেখেছেন, সেটার ভুল মানে করছেন। আসলে কিয়ারা ও আলিয়া আমার খুব ভালো বন্ধু। আর যেটা আমি ওদের সঙ্গে করেছি, তা একেবারেই মজার ছলে। এরমধ্যে নোংরামি না খোঁজাই ভালো।”
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন। এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।”
বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই দুই থেকে তিন হয়েছেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। তারই মাঝে বরুণকে ঘিরে বলিপাড়ায় এমন কাণ্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.