সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর সপ্তাহ ঘুরতেই স্ত্রী-সন্তান নিয়ে পুরনো বাড়ি ছাড়ছেন অভিনেতা। জানা গিয়েছে, মুম্বইয়ের জুহু এলাকার একটি বাড়িতে থাকবেন বরুণ। যে বাড়িটি ভাড়া নিয়েছেন বরুণ, তা আসলে হৃতিক রোশনের বাড়ি।
সংবাদ মাধ্যমকে বরুণের পরিবার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ”বরুণ ও নাতাশা তাঁদের মেয়েকে নিয়ে এই জুহুর বাড়িতেই থাকবেন। সমুদ্রের ধারে হওয়ায় এই বাড়িটি পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যকর। সেই কারণেই ছোট্ট সন্তানকে নিয়ে এখানে থাকবেন বরুণ ধাওয়ান।”
গত সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেছিলেন বরুণের মেয়ে হওয়ার খবর।
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন। এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।” সেই অপেক্ষায় যেন শেষ হল বরুণের।
বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.