Advertisement
Advertisement
Ushasie Chakraborty

ব্লাউজে লেখা ‘বিচার চাই’, শাড়িতে ‘মেরুদণ্ড বিক্রি নেই’, উষসীর ‘প্রতিবাদী’ ভাইফোঁটা

ভাইফোঁটার উৎসবেও অভয়ার বিচারকে এগিয়ে রাখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।

Ushasie Chakraborty shares her bhai phota photo on social Media
Published by: Akash Misra
  • Posted:November 3, 2024 5:26 pm
  • Updated:November 3, 2024 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার উৎসবেও অভয়ার বিচারকে এগিয়ে রাখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। তাঁর ভাইফোঁটা স্পেশাল পোশাকে উঠে এল আর জি কর কাণ্ড এবং অভয়ার বিচার। ব্লাউজের পিঠে লেখা হল বিচার চাই আর শাড়ি পাড়ে মেরুদণ্ড বিক্রি নেই’। সেই ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করে উষসী লিখলেন, ”ভাইদের মঙ্গল হোক, বোনের বিচার হোক সর্বোপরি। আমার বোনের রক্তচোখ আঁধার রাতের মশাল হোক।”

অন্যদিকে, ভাইফোঁটাই নিচ্ছেন না আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন খোদ কিঞ্জলই। জানিয়েছেন, ‘অভয়া’ সুবিচার না পাওয়া পর্যন্ত ভাইফোঁটা নেবেন না।

Advertisement

রবিবার ফেসবুক কিঞ্জল লেখেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’ স্বাভাবিকভাবেই তাঁর এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা কেউ লিখেছেন, ‘ভেবেছিলাম গণকনভেনশনের মতো আজ একটা গণভাইফোঁটা অনুষ্ঠান হবে। যাইহোক সাবধানে থাকিস তোরা ভাই।’ কেউ লিখেছেন, ‘আমি বলবো,আরো রাখী পড়,আরো ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই ত যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই ত আল্টিমেট শক্তি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ushasi Chakraborty (@ushasieofficial)

প্রসঙ্গত, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। লাগাতার আন্দোলন করেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি, ধরনা, অনশন, কিছুই বাদ যায়নি। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ। আপাতত সামনে পরীক্ষা। পড়াশোনায় ব্যস্ত আন্দোলনকারীরা। এর মাঝেই ভাইফোঁটার দিন বার্তা দিলেন কিঞ্জল। জানালেন, অভয়া সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি আর ফোঁটা নেবেন না। রাখীও পরবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement