Advertisement
Advertisement

Breaking News

Urvashi Rautela

সত্যিই কি ঋষভকে ভালোবাসেন? মুখ খুললেন উর্বশী

২০১৮ সালের কোনও এক সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী।

Urvashi Rautela Breaks Silence On Rishabh Pant Dating Rumours
Published by: Akash Misra
  • Posted:September 20, 2024 1:46 pm
  • Updated:September 20, 2024 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন। তবে এই নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী। এমনকী, রটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকেই বিয়ে করবেন! সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী স্পষ্ট জানালেন, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চাই!’

উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ”আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়ো খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আমার কেরিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।”

Advertisement

শোনা যায়, ২০১৮ সালের কোনও সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী। কিন্তু বেশিদিন টেকেনি এই সম্পর্ক। তার এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা।  আগামি দিনে কোনদিকে মোড় নেয় ঋষভ-উর্বশীর এহেন সম্পর্কের রসায়ন, সেই নিয়ে বেশ আগ্রহী নেটিজেনরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement