Advertisement
Advertisement
Mimi Chakraborty

ভারতেও ‘তুফান’ ব্লকবাস্টার হোক, মনোস্কামনা পূরণে কালীঘাটে পুজো দিলেন মিমি

ভারতের বক্স অফিসেও 'তুফান' উঠুক! মানত নিয়ে কালীঘাটে মায়ের কাছে 'ঈশ্বর অন্ত প্রাণ' অভিনেত্রী।

Toofan star Mimi Chakraborty offers puja at Kalighat Temple

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 6, 2024 12:58 pm
  • Updated:July 6, 2024 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব ঘুরে এবার ভারতে ‘তুফান’ (Toofan)। ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মনে ‘উরা ধুরা’ ঝড় তুলেছেন ‘দুষ্টু কোকিল’ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শুক্রবারই ‘তুফান’-এর প্যান ইন্ডিয়া রিলিজ হল। আর শনিবার সকালেই কালীঘাটে পুজো দিলেন মিমি।

বরাবরই ঈশ্বরে বিশ্বাসী মিমি চক্রবর্তী। শত ব্যস্ততার মাঝেও বাড়িতে লক্ষ্মী, সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই পালন করেন তিনি। নিজের হাতেই পুজোর জোগাড় করেন অভিনেত্রী। সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন মিমি। এবার অভিনেত্রীকে দেখা গেল কালীঘাটে। পরনে গোলাপি সালোয়ার। কানে ঝুমকোজোড়া। যৎসামান্য মেকআপ। কালীঘাটে মায়ের মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন তিনি। আরতি করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় তাঁকে। বিশ্বের বক্স অফিসের মতো ভারতের সিনেবাজারেও যেন তুফান ঝড় তোলে, সেই মনোস্কামনা পূরণ করতেই হয়তো মায়ের দরবারে পৌঁছে গিয়েছেন মিমি।

Advertisement

সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ছবি দেখেই অনুরাগীদের মিমির প্রশংসায় পঞ্চমুখ। টলিউড অভিনেত্রীকে ‘সংস্কারি’ বলেও সম্বোধন করেছেন কেউ কেউ। উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতায় সিনেমার প্রচারে ‘তুফানি’ জুটি শাকিব খান ও মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল। মঞ্চে সুপার ডুপার হিট ‘উরা ধুরা’ গানে মাত করার পাশাপাশি নিন্দুকদের বাংলা ভাষায় সিনেমা দেখার নিদানও দিতে শোনা যায় তাঁকে।

[আরও পড়ুন: ‘কমেন্ট সেকশনে নয়, হলে গিয়ে বাংলা ভাষাকে ভালোবাসুন’, নিন্দুকদের ‘তুফানি’ জবাব মিমির]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, মিমি চক্রবর্তী ও শাকিব খানের ‘তুফান’ ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে। পদ্মাপাড়ের আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হয়েছে ‘তুফান’। ছবির পরিচালনা করেছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রফি। ছবিতে আরও এক অভিনেত্রী রয়েছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বুধবার ‘তুফান’-এর প্রচারের জন্যই কলকাতায় পা রেখেছিলেন শাকিব খান। শুক্রবার রিলিজের পরের দিনই কালীঘাটে পুজো দিতে দেখা গেল মিমি চক্রবর্তীকে।

[আরও পড়ুন: হুমকি, বিতর্ককে বুড়ো আঙুল! সাম্প্রদায়িক হিংসার আঁধারে ‘মা কালী’র টিজারে দুরন্ত রাইমা সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement