সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনার পর থেকেই টলিপাড়ার ‘থ্রেট কালচার’ (Tollywood Threat Culture) নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ডিরেক্টর্স গিল্ড। সিনে ফেডারেশনও দিয়েছে পালটা জবাব। এমন পরিস্থিতিতে অতীত স্মরণ করালেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। তার পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘শিল্প মর্যাদা’র কথা বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনেতা রজতাভ দত্ত মনে করেন, অসুখকে যদি শনাক্ত করা যায় তাহলে তা সারিয়ে ফেলার কাজ অপেক্ষাকৃত সহজ।
অতীতের গিল্ডের কথা বোঝাতে গিয়ে অঞ্জন দত্ত পরিচালিত হিন্দি ছবি ‘বড় দিন’-এর কথা স্মরণ করান প্রেমেন্দু বিকাশ চাকী। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শাবানা আজমি, মার্ক রবিনসন, তারা দেশপাণ্ডে, ইরফান খান, অলোক নাথ। প্রেমেন্দু জানান, তিনি ছাড়া ছবির বাকি টেকনিশিয়ারা সবাই ছিলেন গিল্ডের সদস্য। আর পরিচালকদের তখন গিল্ডের সদস্য হওয়া বাধ্যতামূলক ছিল না। কিন্তু সেটা ভালো একটা সুযোগ পাওয়ার অন্তরায় হয়নি। ‘আমি কাজটা করতে পারব কি পারব না তার জন্য সেদিন আলাদা করে কোন মিটিং ডাকতে হয় নি, আমায় কোন কাঠগড়াতে দাড়াতে হয়নি’, নিজের দীর্ঘ বক্তব্যের মাঝে লেখেন পরিচালক।
প্রেমেন্দু বিকাশ চাকীর এই পোস্ট শেয়ার করেই আবার কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘আবার সেই সব দিন ফিরে আসুক, যেখানে সব কলাকুশলীদের ব্যালট পেপার নয়, পরিবার ও শিল্পী হিসেবে দেখা হবে। সেদিনও নিয়মের বাঁধন ছিল, শান্তি ও মর্য়াদা ছিল সবার। কারণ প্রতিটি মাথায় ছিলেন এই ইন্ডাস্ট্রির ভিতরের কাজ জানা শিল্পীরা। তাঁরা প্রতিটি কাজের গুরুত্ব ও শিল্প মর্যাদাটা বুঝতেন। যে যার রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত রেখে, এক ছাদের তলায় প্রাণ খুলে কাজ করত। আবার তাই হবে। হতেই হবে। এটা আমাদের পরিবার। আমাদের পৃথিবী।’
এবিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা রজতাভ দত্ত জানান, প্রত্যেকের নিজের মত প্রকাশের, প্রতিবাদ করার ও ইচ্ছে অনুযায়ী কাজ বেছে নেওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার খর্ব করার চেষ্টা বা অন্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা সমর্থনযোগ্য নয়। তবে হ্যাঁ, অসুখ যদি চিনে ফেলা যায় তা নিরাময় করার কাজটা সহজ।
প্রসঙ্গত, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তাপ বাড়ছে টলিপাড়ায়। অভিযোগ, তাঁর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। দিনের পর দিন কাজ করতে না পেরে ধারে ডুবেছিলেন তিনি। তার জেরেই আত্মহত্যার চেষ্টা। এই ঘটনার পর থেকে টলিউডের একাংশের বিরুদ্ধে ‘ছড়ি’ ঘোরানোর অভিযোগ উঠছে। যদি এর জবাব দিয়ে সোমবার এক সংবাদমাধ্যমকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “আমাদের এখানে সবাই নিজের নিজের কাজ করেন। যে যেখানে কাজ পান, তিনি সেখানে কাজ করেন। কেউ কাউকে জোর করে কাজ বন্ধ করে দেওয়ার কোনও ঘটনা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.