সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে মিষ্টি হাসি। হাতে গদা। ঘরে থাকা পর্দার সঙ্গে গদা হাতে লড়াই করে চলেছে ছোট্ট ইউভান। রবিবার সকালে নয়া অবতারে ধরা দিল শুভশ্রীর ছোট্ট ইউভান। ইনস্টাগ্রামে ওই ভিডিওটি শেয়ার করেন অভিনেত্রী। যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
কেন এমন ‘রণংদেহী’ রূপে ইউভান? শুভশ্রীর শেয়ার করা ছোট্ট ভিডিওতেই রহস্যের সমাধান। নিজে মুখে ইউভান জানিয়েছে, আসলে সে হনুমান সেজেছে। শুধু গদা হাতে লড়াই নয়। সঙ্গে তার ঠোঁটস্থ হনুমান চল্লিশা। উচ্চারণে এখনও শিশুকালের জড়তা কাটেনি। তা সত্ত্বেও গড়গড়িয়ে হনুমান চল্লিশা পাঠ করে চলেছে। এই মিষ্টি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, ‘মাই বীর’। তার পাশে রেড হার্ট ইমোজি।
View this post on Instagram
২০২০ সালের সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর ঘরে আসে নতুন অতিথি। টলিউডের লাভবার্ডসের ছেলে ইউভানের জন্ম। ২০২৩ সালে দ্বিতীয়বার মা হন শুভশ্রী। ইউভানের ছোট্ট বোন ইয়ালিনির জন্ম। বছর চারেকের ইউভানের এখন খেলার সঙ্গী ইয়ালিনি। কাঁধে দুই সন্তানের দায়িত্ব সামলেও অভিনয়ে কোনও ফাঁকি নেই। লাইট, ক্যামেরা অ্যাকশন নিয়ে ব্যস্ত শুভশ্রী। আপাতত হাতে পরপর কাজ। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো নিয়ে ব্যস্ত। সঙ্গে ছবির কাজও রয়েছে। কাজের ব্যস্ততার মাঝে দুই ছেলেমেয়ের মিষ্টি মুহূর্ত মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় ভাগ করেন অভিনেত্রী। যা চেটেপুটে উপভোগ করেন অনুরাগীরা। অবশ্য জন্মের পর থেকেই রাজ-শুভশ্রীর পুত্র ইউভান দারুণ হিট নেটপাড়ায়। কখনও বাবা রাজ চক্রবর্তীর কাঁধে চেপে খুনসুটি, তো কখনও গানের তালে নেচে ওঠা। ইউভানের ভিডিও শেয়ার হলেই তা ভাইরাল হয়ে যায়। এবারও তার অন্যথা হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.