Advertisement
Advertisement

Breaking News

Dev

‘২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম…’ , রবিবাসরীয় সকালে সুখবর শোনালেন দেব

তারকা সাংসদ কী এমন পোস্ট করলেন?

Tollywood actor Dev share a post over movie 'Raghu Dakat'

ছবি: ব্রতীন কুণ্ডু

Published by: Sayani Sen
  • Posted:March 16, 2025 12:22 pm
  • Updated:March 16, 2025 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন বাস্তবায়িত হলে কার না ভালো লাগে। অভিনেতা দেব-ও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর রবিবার থেকে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন আবেগাপ্লুত তারকা সাংসদ।

দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই লেখেন, “২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তাঁরা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন।” ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে ভোলেননি রিল লাইফের ‘রঘু ডাকাত’। তিনি লেখেন, “আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই।” দেব আরও লেখেন, “যাঁরা ৬ মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” সবশেষে দেব জানান, “সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন। আজ থেকে ছবির শুটিং শুরু। আমাদের জন্য প্রার্থনা করুন।”

Advertisement

প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে ‘রঘু ডাকাত’ শুভ মহরৎ হয়ে গিয়েছে। সেখানেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর ম্যাগনাম অপাসের চূড়ান্ত কাস্টিংয়ের ঝলক প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

‘রঘু ডাকাত’-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যে ঘোড়া চালানোও শিখছেন দেব। নিয়মিত অনুশীলনের ভিডিও, ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেব-ধ্রুব জুটি এর আগেও ‘গোলন্দাজ’-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub