Advertisement
Advertisement

Breaking News

Tillotama Shome

‘গাড়িতে ওঠার পর প্যান্টের চেন খুলে দেয়…’ শ্লীলতাহানির শিকার অভিনেত্রী তিলোত্তমা

আর কী বললেন অভিনেত্রী?

Tillotama Shome Recalls Harassment Incident In Delhi
Published by: Akash Misra
  • Posted:July 29, 2024 10:36 am
  • Updated:July 29, 2024 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা সোম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিলোত্তমা। জানালেন, কীভাবে তাঁর প্রাণরক্ষা হয়েছিল।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় প্রেম, ২ সন্তানের বাবা প্রেমিকের টানে ভারতে পাক যুবতী]

সাক্ষাৎকারে তিলোত্তমা জানালেন, ”শীতকালে দিল্লিতে বাস ধরা জন্য স্ট্য়ান্ডে দাঁড়িয়ে ছিলাম। চারিদিকে প্রচুর কুয়াশা। অপেক্ষা করার সময় এই ঘটনাটি ঘটেছিল। হঠাৎই একটা গাড়ি আমার কাছে এসে থামে এবং একদল লোক গাড়ির ভিতর থেকে উত্যক্ত করতে শুরু করে। অশ্রাব্য কথা বলতে শুরু করে। এরপর তারা আমাকে নানান যৌন ইঙ্গিত দিতে শুরু করে। কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। আমি আরেকটু সরে গেলাম। সিদ্ধান্ত নিলাম, আমাকে এখান থেকে পালাতে। আমার কাছে দৌড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা আমাকে সহজেই গাড়ি নিয়ে ছাড়িয়ে যেতে পারে। তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট নেওয়ার সিদ্ধান্ত নিলাম।” তিলোত্তমার কথায়, এরপর ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। সাক্ষাৎকারে তিলোতমা আরও বলেন, ‘আমরা একটু এগিয়েছে মাত্র। সে আমার হাত ধরে তার প্যান্টের চেন খুলে ফেলল এবং আমার ধারণা সে আমার সঙ্গে যা খুশি করতে চেয়েছিল। যে মুহূর্তে সে আমার হাত জোর করে ধরেছিল, সহজাত প্রবৃত্তি থেকে আমি জানি না কীভাবে কিন্তু তাকে আঘাত করি। ঠিক কী করেছিলাম, সত্যি জানি না, তবে সে তার গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর আমাকে বেরিয়ে যেতে বলে’।

Advertisement

তিলোত্তমার কথায়, এই ঘটনা আমার মনে দারুণভাবে প্রভাব ফেলেছে। যখনই ওই দিনটার কথা মাথায় আসে, তখনই নার্ভাস ব্রেকডাউন হয়। এই ঘটনা যেন কারও সঙ্গেই না ঘটে। আমরা মেয়েরা সত্যিই নিরাপদ নই।

[আরও পড়ুন: হঠাৎই রক্তে ভিজল জামা! নাকে চেপে হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement