Advertisement
Advertisement
Baaghi 4

‘এবার রক্তগঙ্গা বইবে’, ‘বাঘি ৪’-এর ফার্স্ট লুকে টাইগারের গর্জন

টাইগারের লুক দেখে অবশ্য নিন্দুকরা 'অ্যানিম্যাল'-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন!

Tiger Shroff's Baaghi 4 First Look, Release Date Out
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2024 11:35 am
  • Updated:November 18, 2024 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিংহম এগেইন’ সিনেমার সাফল্যের মাঝেই বড় খবর। ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজি (Baaghi 4) নিয়ে আসছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। তবে এবার একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাঁকে। হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা সিগারেট। চারদিকে রক্তগঙ্গা। কোমডের উপর বসে টাইগার। সোম সকালে জ্যাকিপুত্রর এহেন লুকে নেটপাড়ায় শোরগোল।

‘হিরোপন্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তাঁর কদর কম নয়। ‘বড়ে মিঞা’ অক্ষয় কুমারের ‘ছোটে মিঞা’ হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এদিকে সম্প্রতি রোহিত শেট্টি তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে লক্ষ্মণের মতো রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। যে ছবি আপাতত রমরমিয়ে ব্যবসা করছে। আর সেই সাফল্যের মাঝেই ‘বাঘি ৪’-এর ফার্স্ট লুকে হাড়হিম করা অবতারে ধরা দিলেন টাইগার শ্রফ।

Advertisement

কোভিডকালে ‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তবে সেই চতুর্থ ফ্র্যাঞ্চাইজি আনতে একটু বেশি সময় নিলেন তিনি। বছর চারেকের বিরতির পর আসছে ‘বাঘি ৪’। পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন। যিনি এর আগে ‘ভজরঙ্গি’, ‘ভেদা’র মতো দক্ষিণী ছবির পরিচালনা করেছেন। এবার তিনিই ‘বাঘি ৪’-এর দায়িত্বে। সেই সঙ্গে এদিন ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এল। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর রিলিজ করবে এই সিনেমা। তবে এই সিনেমায় টাইগারের লুক দেখে নিন্দুকরা আবার’অ্যানিম্যাল’-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেলেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement