Advertisement
Advertisement
Tekka Movie

RG Kar আবহে ‘টেক্কা’র পোস্টারে আপত্তি! কুণালের সমালোচনার পরই লেখা বদল

নতুন লেখা কী হল?

Tekka Movie's poster changed before release
Published by: Suparna Majumder
  • Posted:September 20, 2024 9:13 pm
  • Updated:September 20, 2024 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই পোস্টার বদল। ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ শহরের বুকে ‘টেক্কা’ ছবির এমনই পোস্টার দেওয়া হয়। ছবির প্রচারকৌশল নিয়েই প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। আর জি কর কাণ্ডের আবহে এমন কথা অনেকেরই উপযুক্ত মনে হয়নি। সেই কারণেই পালটে দেওয়া হল পোস্টার।

Tekka-Old-and-New-poster
টেক্কা ছবির পুরনো ও নতুন পোস্টার

এক্স হ্যান্ডেলে ‘টেক্কা’ ছবির পোস্টারটি শেয়ার করেছিলেন কুণাল ঘোষ। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি যুক্ত সেই পোস্টারেই লেখা ছিল ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ এই কথা নিয়ে আপত্তি তুলে তৃণমূল নেতা লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।’

Advertisement

 

শুক্রবার ছবির নতুন পোস্টার সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাতেই লেখা বদলের বিষয়টি নজরে আসে। জানানো হয় আর জি কর আবহে আগের লাইন অনেকেরই উপযুক্ত মনে হয়নি। তাই চরিত্রের নামটি পালটে দেওয়া হল প্রযোজকের তরফে। নতুন লাইনটি হল, ‘আমার অবন্তিকাকে কে ফেরাবে?’

প্রসঙ্গত, এবারের পুজো রিলিজ ‘টেক্কা’। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারেই তা তৈরি হয়েছে। ছবিতে ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই টিজার প্রকাশ্যে এসেছে। তাতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন ইরার ভূমিকায়। সম্ভবত ইরার মেয়েকেই অপহরণ করবে দেবের চরিত্র ইকলাখ। কিন্তু কেন? উত্তর মিলবে আগামী ৮ অক্টোবর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘টেক্কা’।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement