Advertisement
Advertisement
Tathagata Mukherjee

একফ্রেমে ৩২ জন! ‘রাস’ পরিবার সামনে আনলেন পরিচালক তথাগত, ‘পারিয়া’র পর এবার কোন গল্প?

'রাস' ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়।

Tathagata Mukherjee shares new movie poster
Published by: Akash Misra
  • Posted:November 16, 2024 1:04 pm
  • Updated:November 16, 2024 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই পর্দায় অন্যরকম গল্প বলতে ভালোবাসেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। আর তাই তো ইউনিকর্ন হোক কিংবা ‘ভটভটি’ বা পারিয়া। সবেতেই পরিচালক তথাগত সিনেপর্দায় এক অন্য়রকম জগৎ এনেছেন। কখনও যাদুবাস্তব, তো কখনও পশুপ্রেম। সব মিলিয়ে তথাগত, তাঁর ছবিতে সামাজিকবার্তা দিয়েছেন, প্রচ্ছন্নভাবে। সেই তথাগতর হাত ধরেই এবার সামনে আসতে চলেছে বন্ধুত্ব, প্রেম এবং শিরদাঁড়ার গল্প। আর এমনই গল্প এবং ৩২ জন টিম নিয়ে ফ্লোরে নামছেন তথাগত (Tathagata Mukherjee)। শুক্রবার রাসপূর্ণিমার দিনই নতুন ছবির খবর দিলেন পরিচালক। ছবির নামেও ‘রাস’।

Advertisement

সোশাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে পরিচালক লিখলেন, ”কিছুই কি হারিয়ে যায়?আসলে তো সবই থেকে যায়,সবাই থেকে যায়।শুধু ভেতর থেকে ডাক আসে “একলা নিতাই” হওয়ার- “রাস” (হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প)। পোস্টার ডিজাইন – স্বর্নাভ বেরা গ্রাফিক্স- শুভায়ন চন্দ্র, গান- সাত্যকি বন্দোপাধ্যায়” এবং ফেসবুকেই পরিচয় করিয়ে দিলেন ছবির গোটা টিমের সঙ্গে।

সোশাল মিডিয়ায় তথাগত আরও লিখলেন, ”রাস পূর্নিমার দিন এই আমাদের “রাস” পরিবারের ছবি।৩২ জন সদস্যের এই পরিবারের কেউ কেউ এই স্থির চিত্রে নেই,আসলে কিন্তু আছেন।কারন এদের একজনকে ছাড়াও “রাস” অসম্পূর্ন। অনসূয়া মজুমদার,বিক্রম চ্যাটার্জী,দেবলীনা কুমার,অনির্বাণ চক্রবর্তী,রনজয় বিষ্ণু,অর্ণ মুখোপাধ্যায়,সুদীপ মুখার্জী,শংকর দেবনাথ,পারিজাত চৌধুরী,অপ্রতিম চ্যাটার্জি,দেবাশীষ রায়,দেবপ্রসাদ হালদার,বিমল গিরি,সুচন্দ্রা ব্যানার্জী,সুরাইয়া পারভিন,স্বাতী মুখার্জী,সঞ্জিতা,মৌসুমি অধিকারী,সুমিত দত্ত,ঋক দেব,পাপিয়া পাল,ঋষভ চক্রবর্তী,রিয়াঙ্কা রায়,পামেলা কাঞ্জিলাল,ঐশ্বর্য পাল,নিলয় সমীরণ নন্দী,সর্বদমন সোম,বিশ্বজিৎ রয়,জয়ন্ত ভট্টাচার্য, সত্রাবিত পাল।”

‘রাস’ ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এখানে দেখা যাবে দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অর্ণ মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণু, পারিজাত চৌধুরী, দেবাশিস রায়ের মতো অভিনেতারা। জানা গিয়েছে, ডিসেম্বর থেকে এই ছবিটির শ্যুটিং শুরু হবে।

 

 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement