সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই টেলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিয়ে নিয়ে কৌতুহল বাসা বেঁধেছিল অনুরাগীদের মনে। কিছু থেকেই ফাঁস হচ্ছিল না তাঁদের বিয়ের তারিখ। এমনকী, মাঝে রটেছিল, শ্বেতা ও রুবেলের নাকি সম্পর্কে ভাঙন। তাঁরা নাকি বিয়েই করছেন না! তবে সে খবর যে একেবারেই ভুয়ো তা খোলসা করেছেন শ্বেতা ও রুবেল নিজেই। ঠিক তারপরেই প্রকাশ্যে আসে শ্বেতা ও রুবেলের আংটি বদলের অনুষ্ঠানের ছবি। ১৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানেই আংটি বদল করলেন টলিউডের এই তারকা জুটি। আর এবার সোশাল মিডিয়ায় শ্বেতা-রুবেল শেয়ার করলেন তাঁদের প্রথম আইবুড়োভাতের ভিডিও। গত রবিবার যুগল প্রথম আইবুড়োভাত খেলেন।
View this post on Instagram
শ্বেতা-রুবেলের আইবুড়োভাতে এলাহি আয়োজন। পাতে ছিল পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা, মাছ-মাংস থেকে শেষ পাতে মুখমিষ্টির জন্য পায়েস, কেক। বন্ধুদের আয়োজনেই এই বিশেষ আইবুড়োভাত খেলেন শ্বেতা-রুবেল।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা।
একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এর আগে শোনা গিয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিয়ে সারবেন শ্বেতা-রুবেল। জানা গিয়েছে, একেবারেই ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারবেন এই তারকা যুগল। তবে সেই সময় এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বলেছিলেন, “যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা। হ্যাঁ, বিয়ের পরিকল্পনা অবশ্যই আছে। ২০২৫ সালে করার চিন্তাভাবনাও রয়েছে। তবে দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি। যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.