Advertisement
Advertisement
Swastika Dutta

শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার

দুই তারকার হাসি দেখে 'প্রাক্তন' শোভনকে মনে করাল নেটপাড়া।

Swastika Dutta met Iman Chakraborty at event, netizen names Shovan Ganguly
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 4:26 pm
  • Updated:May 11, 2024 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোভন-সোহিনীর বিয়ের চর্চা তুঙ্গে! টলিপাড়াতেও কানাঘুষো জল্পনা, তারকাজুটি নাকি এই বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর চলতি গুঞ্জনের হাওয়ার মাঝেই ইমন-স্বস্তিকাকে একসঙ্গে এক অনুষ্ঠান বাড়িতে হাসিঠাট্টা করতে দেখা গেল। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ‘প্রাক্তন’ শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) কথা মনে করিয়ে দিল নেটদুনিয়ার নীতিপুলিশেরা!

একজন টলিপাড়ার নামী অভিনেত্রী। ধারাবাহিকের পর্দা থেকে বেরিয়ে সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। অন্যদিকে ইমন চক্রবর্তী (Iman Chakraborty) জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। দুই তারকাই গায়ক শোভনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের পর স্বস্তিকার সঙ্গে তাঁর প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল। তবে সেসব এখন অতীত! বর্তমানে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এদিকে সম্প্রতি ইমন-স্বস্তিকার ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ‘সপ্তপদী’ অনুষ্ঠানে দেখা হয় শোভনের দুই প্রাক্তনের। সেখানেই তাঁদের দেখা যায় হাসিঠাট্টা করে আড্ডা দিতে। আর সেই মুহূর্ত দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘আপনারা কি প্রাক্তন শোভনকে নিয়ে গসিপ করছেন?’ আবার কেউ লিখলেন, ‘প্রাক্তনের বিয়ে নিয়ে ঠাট্টা করছেন!’ কেউ শোভন প্রসঙ্গ টেনে বললেন, ‘তোর এক্স এখন আমারও এক্স- এটাই হয়তো আলোচনা করছেন।’ সবমিলিয়ে ইমন-স্বস্তিকাকে একফ্রেমে দেখে শোরোগোল নেটপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: খিস্টান ভাবাবেগে আঘাত! করিনাকে নোটিস আদালতের]

গুঞ্জনে থাকলেও, গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার কিছুতেই স্বীকার করবেন না, তাঁরা প্রেমে রয়েছেন। এমনকী, আগামী জুলাই মাসে দুজনের বিয়ের খবর রটে গেলেও, শোভন-সোহিনী এই বিষয়ে ‘স্পিকটি নট’! কিন্তু এরই মাঝে সোশাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে, এই প্রেম গুঞ্জনকে বার বার যেন উসকে দিয়েছেন এই জুটি। কখনও সোহিনীর, তো কখনও শোভনের সোশাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়েছে দুজনের নানা আদুরে ছবি। এপ্রসঙ্গে স্বস্তিকা দত্ত সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন, “তাঁরা যদি সাত পাকে বাঁধা পড়তে চান, তাহলে দুজনকেই আমি শুভকামনা জানাব। এটা আমার শিক্ষা।”

[আরও পড়ুন: টলিউডে এবার সত্যেন বোসের বায়োপিক! কিংবদন্তি বিজ্ঞানীর চরিত্রে যিশু না অনির্বাণ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement