Advertisement
Advertisement

Breaking News

Tollywood

কলাকুশলীদের জন্য স্বরূপের স্বাস্থ্যশিবির, ফেডারেশনের উদ্যোগে শামিল সৃজিত-কৌশিকরা

বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন কলাকুশলীরা।

Swarup Biswas's Federation arranges free health checkup
Published by: Sandipta Bhanja
  • Posted:March 8, 2025 8:16 pm
  • Updated:March 8, 2025 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কলাকুশলীদের পাশে ফেডারেশন থাকবেই’, সভাপতি স্বরূপ বিশ্বাসের মুখে একাধিকবার একথা শোনা গিয়েছে। এবার টেকনিশিয়ানদের কথা ভেবে স্টুডিও চত্বরে স্বাস্থ্যশিবিরের আয়োজন করল ফেডারেশন। স্বরূপ বিশ্বাসের এহেন মানবিক উদ্যোগে শামিল হয়েছিলেন টলিপাড়ার অনেকেই। শিবিরের সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর পাশে দেখা গেল, দুই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়দেরও।

শনিবার থেকে শুরু হয়েছে শিবির। চলবে রবিবার পর্যন্ত। এদিন টলিউডের সঙ্গে যুক্ত শয়ে শয়ে মানুষ স্বাস্থ্য পরীক্ষার তাগিদে যোগ দিয়েছিলেন এই শিবিরে। জানা গিয়েছে, ফেডারেশন সভাপতি স্বরূপ নিজে দাঁড়িয়ে থেকে সব দিকে কড়া নজর রেখেছিলেন। ডেপুটি মেয়র অতীন ঘোষও উপস্থিত ছিলেন সেখানে। স্বাস্থ্যশিবিরের যোগ দেওয়ার জন্য এদিন টেকনিশিয়ান স্টুডিওতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কলাকুশলীদের অনেকে যাঁরা শনিবার যেতে পারেননি, তাঁরা রবিবার যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

Advertisement

জানা গিয়েছে, শহরের প্রথম সারির তিনটি বেসরকারি হাসপাতাল এই শিবিরের সঙ্গে যুক্ত। প্রথম সারির সব তাবড় চিকিৎসকেরা যত্ন নিয়ে কলাকুশলীদের স্বাস্থ্যপরীক্ষা করছেন। তাও আবার একেবারে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। স্বরূপ বিশ্বাস তাঁর এই মানবিক উদ্যোগে পাশে পেয়েছেন মোট ২৯টি গিল্ডকে। যেসব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন এই শিবিরে। কানাঘুষো শোনা গেল, নতুন পরিচালক গিল্ডের সদস্যরা নাকি এখানে ব্রাত্য!

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতে টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন তরজা। সেইসময়েই স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, “ফেডারেশন লেবার অ্যাক্ট জানে। তাই শ্রম আইন জেনে বুঝে কথা বলা উচিত। আগে ১৮-১৯ ঘণ্টা করে কাজ হত। কলাকুশলীরা শৌচালয়ে যাওয়ার সময় পেতেন না। পরে আলোচনার মাধ্যমে টেকনিশিয়ানদের স্বার্থে সেটা ১৪ ঘণ্টা করা হয়েছে। তখন তাতে কারা সায় দিয়েছিলেন? সেটা খোঁজ নিন। পরিচালক গিল্ডের উচিত আগে নিজেদের এক্তিয়ার বোঝা। ফেডারেশন কোনও রাজনৈতিক সংগঠন নয়। আর সেই জায়গা থেকে টেকনিশিয়ানদের স্বার্থরক্ষা করবেই ফেডারেশন। আমরা ধর্মঘট ডাকলে ইন্ডাস্ট্রির একটা পাতা নড়বে না।” এবার সেই কলাকুশলীদের স্বার্থেই স্বাস্থ্যশিবিরের আয়োজন করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement