Advertisement
Advertisement

Breaking News

Swara Bhasker

‘ইন্ডাস্ট্রিতে নায়করা তো ভগবান!’ বলিউডে যৌন হেনস্তার ঘটনায় এবার সরব স্বরা

আর কী বললেন স্বরা?

Swara Bhasker on Hema Committee report
Published by: Akash Misra
  • Posted:August 28, 2024 4:59 pm
  • Updated:August 28, 2024 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঝড়, অন্যদিকে হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতের উত্তাল পরিস্থিতি। এমন পরিস্থিতিই বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হন ঋতাভরী চক্রবর্তী। রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও তাঁকে সমর্থন করেন। এমন অবস্থায়, টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখা তথা টলিউডের অন্দরে ঘটে চলা নারী নিগ্রহের বিরুদ্ধে দাবি জানিয়ে চিঠি দিয়েছে উইমেনস’ ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস। আর এবার বলিউডের যৌন হেনস্তার ঘটনায় সরব হলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)।

ইনস্টাগ্রামে এক লম্বা পোস্টে স্বরা লিখলেন, ”হেমা কমিটির রিপোর্ট পড়ে সত্যিই মন ভেঙেছে আমার। আসলে আমি এই ঘটনার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল পাচ্ছি। আসলে, বিনোদন দুনিয়াটা প্রথম থেকেই বড্ড পুরুষতান্ত্রিক। বলা ভালো পুরুষের একনায়কত্বই এখানে সব। তাই একজন অভিনেতা সফল হলেই নিজেকে ভগবান মনে করতে শুরু করেন। তাই তো এরাঁ যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু করেন, অন্যরা সেটা এড়িয়ে যান।”

Advertisement

স্বরার কথায়, ” এদেশের বিনোদন জগত বরাবরই পুরুষের কথায় ওঠে বসে, পুরুষের মতো করেই তৈরি হয়। কেউ যদি নীতিগত দিক থেকে সঠিক কথা বলে, তাহলে তাঁর কণ্ঠরোধ করা হয়। কেউ গুরুত্ব দেয় না। তাই এখানে সব কিছু ঘটতে পারে।”

প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্টে জেরবার মালয়ালম চলচ্চিত্র জগৎ। যৌন হেনস্তার অভিযোগে আতশকাচের নিচে রঞ্জিত, সিদ্দিকির মতো পরিচালক-অভিনেতারা। আগেই অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্ট এর সাধারণ পদ থেকে পদত্যাগ দিয়েছেন সিদ্দিকি। আর এবার মালয়ালম ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার প্রতিবাদে এই সিনে সংগঠন থেকে পদত্যাগ করলেন সংগঠনের সভাপতি ও অভিনেতা মোহনলাল। তবে শুধুই একা মোহনলাল নন, সঙ্গে পদত্যাগপত্র জমা দিলেন সংগঠনের ১৭ জন সদস্য। পদত্যাগপত্র জমা দিয়ে তাঁদের বার্তা, ”কমিটির কয়েক জন সদস্যের বিরুদ্ধে কিছু অভিনেত্রী নারী নিগ্রহের অভিযোগ এনেছেন। সেই দায় স্বীকার করে কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি এবং সংগঠনের প্রত্যেক সদস্য। আশা করছি। এই সংগঠন নতুন নেতৃত্ব পাবে। যিনি সঠিক বিচার করবেন। সমালোচনা ও সঠিক দিশা দেখানোর জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সবাইকে ধন্যবাদ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement