সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালের কাল্ট থ্রিলার ছবি ‘ডর’। সেই ছবিতে খলনায়ক শাহরুখ খানের চরিত্রকে ‘হিরো’ বানিয়ে দেওয়ায় আপত্তি তোলেন সানি দেওল। তার পর থেকে ষোলো বছর একে-অপরের সঙ্গে কথা বলেননি। তেইশের বক্স অফিস রিপোর্ট যদিও দুই তারকাকে কাছাকাছি এনে দিয়েছিল, এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে আরও একধাপ এগোলেন সানি। বুঝিয়ে দিলেন, বলিউডের খান-কাপুর সাম্রাজ্যে শাহরুখ খানের উপরই ভরসা রাখেন তিনি।
সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘জাট’-এর প্রচারে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সানি দেওল। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়, মাল্টি স্টারার ছবিতে কোন হিরোর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চান তিনি? তার জবাবেই সানি দেওল বলেন, “এভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। মানে, আমার ভালো লাগবে এৎকম কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পেলে। শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি। আরেকটি ছবিতে জুটি বাঁধতে পারলে মন্দ হবে না।” কথায় বলে, সময় সব তিক্ততা ভুলিয়ে দেয়। ২০২৩ সালে বক্স অফিসের নীরিখে শাহরুখ খান যদি ‘ফার্স্ট বয়’ হন, তাহলে ‘গদর ২’ উপহার দিয়ে সানি দেওল নিঃসন্দেহে ‘সেকেন্ড বয়’। সেই ছবি দেখে অতীতের সমস্ত মান-অভিমান মিটিয়ে সানি দেওলকে ফোন করেছিলেন বলিউড বাদশা। এমনকী সানির আমন্ত্রণে ‘গদর’-এর সাকসেস পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। সেবছর বক্স অফিসের মার্কশিটে সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেও শাহরুখের সঙ্গে পাঞ্জায় জিততে পারেনি ‘ঢাল কিলো কা হাত’! বরং বাদশার ‘পাঠান’-এর পর তেইশের বক্সঅফিসে দ্বিতীয় স্থান অধিকার করতেই মান-অভিমান মিটিয়ে নিয়েছিলেন সানি দেওল (Sunny Deol)। এবার প্রকাশ্যেই শাহরুখের ছবিতে ‘জুড়িদার’ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন দেওল।
ষাট পেরিয়ে ‘গদর ২’-এর হাত ধরে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন সানি দেওল। ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে তাঁর এমন ‘ঢায় কিলো কা হাত’-এর কামাল আগে দেখেননি অনুরাগীরা। আর সেই ছবি হিট করতেই নিজের ‘দাম বাড়িয়ে’ রাজনীতির ময়দান থেকেও বাণপ্রস্থে গিয়েছেন অভিনেতা। অন্যদিকে বছর পাঁচেকের বিরতির পর ‘পাঠান’, ‘জওয়ান’ উপহার দিয়ে বক্স অফিসে সুনামি এনে দিয়েছিলেন শাহরুখ খান। ষাটের সুপারস্টারের হাত ধরেই অতিমারী উত্তরপর্বে বলিউডের হাল ফিরেছে। অতঃপর ‘বুড়ো হাড়ে ভেলকি’র জোরেই বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি চাঙ্গা। এবার কোনও অ্যাকশন প্যাকড থ্রিলারের জন্য শাহরুখ-সানি জুটি বাঁধলে যে বক্স অফিস কাঁপবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ‘ডর’ সিনেমার পর থেকেই শাহরুখ ও সানির মনোমালিন্য। ছবিতে দুই নায়ক থাকা সত্ত্বেও যাবতীয় প্রশংসা পেয়েছিলেন শাহরুখই। তাতেই নাকি বেজায় চটেছিলেন ধর্মেন্দ্রপুত্র। তারপর থেকে দু’জনকে একসঙ্গে আর কোনও ছবিতে দেখা যায়নি। অবশেষে তেইশ সালের বক্স অফিস রিপোর্টই তাঁদের মান-অভিমানের বরফ গলিয়ে দেয়। এবার অতীতের ঝামেলা ভুলে শাহরুখের ছবিতে অভিনয় করতে চাইছেন সানি দেওল। ২০২৩ সালে শাহরুখের ছবি যখন একের পর এক রেকর্ড গড়ছে, তখনই সানি বলেছিলেন, “শাহরুখের সঙ্গে যখন ঝামেলা হয়েছিল, তখন সেটা আলাদা একটা সময় ছিল। সময়ের সঙ্গে মানুষ ভুলে যায় সব মান-অভিমান। ওটা হওয়া উচিত ছিল না। শাহরুখের সঙ্গে ঝগড়াটা ছেলেমানুষি ছিল। তারপরও যদিও একাধিকবার শাহরুখের সঙ্গে দেখা হয়েছে। কথা হয়েছে অনেক বিষয়ে। ছবি নিয়ে আলোচনা হয়েছে। আর এবার তো শাহরুখ গোটা পরিবার নিয়ে আমার ছবি দেখে এসেছে। আমাকে ফোনও করেছিল। তাই শাহরুখ আর আমার মধ্যে কোনও দূরত্ব নেই। সব ঠিক চলছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.