ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’ ছবির হাইভোল্টেজ ট্রেলার। সেখানে দর্শক দেখেছেন দুঁদে সানি দেওলের সঙ্গে ছবির খলনায়ক রণদীপ হুডার সম্মুখ সমর। ছবির ট্রেলার দেখে দর্শক যতই খুশি হোক না কেন, ছবির নাম নিয়ে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে রামনবমীর দিন মুক্তি পাওয়া ছবির ‘ও রাম শ্রীরাম’ গানটি। এবার সব বিতর্কের অবসান ঘটাতে মুখ খুলেছেন ছবির দুই অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা।
ছবির প্রচারে গিয়ে সানি সাংবাদিকদের উদ্দেশে জানিয়েছেন, ‘জাট কোনও ধর্মীয় উসকানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি। একজন অভিনেতা হিসাবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনও বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনও ধর্মীয় বার্তা দিতে চাই না।’
তাঁর কথার সূত্র ধরেই ছবির আরেক অভিনেতা রণদীপ হুডা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সকলেই ছবির জাট নাম নিয়ে কৌতূহলী। ছবিতে জাট আসলে কী, একটা সম্প্রদায় নাকি এজেন্ট নাকি কোনও ব্যক্তি, সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। এবং সেই কারণেই আপনাদের ছবিটা দেখার অনুরোধ করব।’
প্রসঙ্গত, ‘জাট’ পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল, রণদীপ হুডা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.