Advertisement
Advertisement

Breaking News

Arun Mukherjee Sujan Neel Mukherjee

নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের ভুয়ো মৃত্যুর খবর! ‘গ্রেপ্তার করা হোক’, দাবি ক্ষুব্ধ ছেলে সুজনের

সোশাল মিডিয়ায় সুর চড়ালেন সুজন নীল মুখোপাধ্যায়।

Sujan Neel Mukherjee on father Arun Mukherjee's death hoax
Published by: Sandipta Bhanja
  • Posted:February 20, 2025 6:59 pm
  • Updated:February 20, 2025 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় আচমকাই নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়ের (Arun Mukherjee) মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেই গুজব ফলাও করে অনুরাগীরাও ফেসবুকজুড়ে শোকবার্তা দিতে শুরু করেন। “বিশ্বাস হচ্ছে না আপনি নেই.. কেন এমন হল?” গোছের মন্তব্যে ছেয়ে যায় নেটদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে একপ্রকার বাধ্য হয়েই অরুণপুত্র তথা স্বনামধন্য অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ফেসবুকে কলম ধরতে বাধ্য হলেন।

জীবন্ত কিংবদন্তীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় ততোধিক ক্ষুব্ধ অনুরাগীরাও। সদ্য ৮৮-তে পা দিয়েছেন অরুণ মুখোপাধ্যায়। আর সেই উপলক্ষেই এক নাটকের মহড়ার দৃশ্য শেয়ার করেছিলেন সুজন নীল। ক্যাপশনে লেখা- “অরুণ মুখোপাধ্যায়ের ৮৮তম জন্মদিন উদযাপন। জগন্নাথ নাটকের শেষ দৃশ্যের অভিনয়‌ একসাথে। এক অকল্পনীয় অনুভূতি। এ আর হবে না, তাই ভাগীদার সবার সাথে… এটা‌ থেকে যাক।” এর পরই জনৈক ব্যক্তি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে প্রবীণ নাট্যব্যক্তিত্বকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে লেখেন- “‘পরুশুরাম’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৭৮ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান৷ ‘মনসুর মিয়াঁর ঘোড়া’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন বিএফজেএ অ্যাওয়ার্ড৷ অরুণ মুখোপাধ্যায়, আজ সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তাঁর কাজের মধ্যে দিয়ে তিনি বেঁচে রয়েছেন।” আর সেটা দেখেই চটে যান ছেলে সুজন নীল। এরপরই সোশাল মিডিয়ায় সেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

Advertisement

বাবার মৃত্যুর ভুয়ো খবরের পোস্ট শেয়ার করে অভিনেতা লিখেছেন, “একজন জীবন্ত কিংবদন্তি সম্পর্কে এরকম মূর্খতা? ইর্য়াকি হচ্ছে? মানুষ আর ছাগল এতো সহজে এক হয় কি করে?? ফেসবুক সংস্কৃতির অন্যতম কুফল। মলমূত্র বিসর্জনের জন্য বাড়ির বাথরুম আছে, নিদেনপক্ষে ৫/১০ টাকার শৌচাগার, এভাবে নিজের কাপড়চোপড় এক করবেন না। কোন অধিকারে এটা লিখলেন?
কেন লিখলেন? কিসের শ্রদ্ধা? মানুষ এতোটা ভুলভাল হতে পারে,তা কল্পনার অতীত, কোথায় এসে পড়লাম আমরা? অশিক্ষার অ্যাটম বোম, তৃতীয় সুর ও ষষ্ঠ সুরের বন্ধু। যান, মুখ লুকোন। পোস্ট ডিলিট করুন। এটা জঘন্য অপরাধ।” সুজনের পোস্টে অনেকেই সমর্থন করেছেন। স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুর খবরে ভীষণ বিরক্ত হয়েছেন অভিনেতা। উল্লেখ্য, অরুণবাবু ভীষণভাবে সুস্থ রয়েছেন। সদ্য পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনও করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement