Advertisement
Advertisement
Suchitra Sen

উত্তমকুমারের পর এবার শহরে ফিরছেন সুচিত্রা সেন! কীভাবে?

মহানায়িকার প্রত্যাবর্তনের সাক্ষী থাকবেন তাঁরই কন্যা মুনমুন সেন।

Suchitra Sen's Birthday will be special for this reason
Published by: Suparna Majumder
  • Posted:April 1, 2024 4:23 pm
  • Updated:April 1, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’-এর সৌজন্যে বড়পর্দায় ফিরেছেন উত্তমকুমার। এবার সুচিত্রা সেনের (Suchitra Sen) পালা। কীভাবে? স্মৃতির আধারে। না, AI-এর কেরামতির জোরে এই ঘটনা ঘটছে না। অতীতের কিছু মূল্যবান জিনিসকে সম্বল করেই বাঙালির জীবনে ফিরছেন মহানায়িকা। তাও আবার নিজেরই জন্মবার্ষিকীতে।

Suchitra-Sen-1

Advertisement

আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। সেদিনই  মহানায়িকাকে নিয়ে ICCR কলকাতার অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজিত করা হচ্ছে এক বিশেষ প্রদর্শনী। যার নাম ‘সুচিত্রা’। ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী। কী দেখা যাবে সেখানে? ঘর ভর্তি থাকবে সুচিত্রা সেন অভিনীত ছবির অরিজিনাল পোস্টারে। দেখা যাবে তাঁর ছবির বুকলেট, গানের বই। জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন মহানায়িকা। থাকবে সেই রেকর্ড। বিজ্ঞাপন, ম্যাগাজিন কভার, ফিল্ম স্টিলসও দেখতে পাবেন।

Suchitra Movie poster 4

[আরও পড়ুন: ‘শাড়ির আঁচল’ মন্তব্যে তুমুল বিতর্ক, অবশেষে মুখ খুললেন মমতা শঙ্কর, কী সাফাই দিলেন? ]

মায়ের ছবির পোস্টার নিয়ে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুনমুন সেন (Moon Moon Sen)। উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট মানুষ। এই সমস্ত আয়োজনের নেপথ্যে রয়েছেন কলকাতার পোস্টার বয় হিসেবে পরিচিত বিশিষ্ট ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত চন্দ।

Suchitra Movie poster 2

এর আগে অমিতাভ বচ্চনের ছবির পোস্টার নিয়ে ‘বচ্চননামা’ করেছিলেন সুদীপ্তবাবু। পরে রাহুল দেববর্মনের সুরারোপিত ছবির পোস্টার নিয়ে করেন ‘পঞ্চমনামা’। মাঝে ত্রিপুরায় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবির পোস্টার নিয়ে একটি প্রর্দশনী করেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে। এবার ‘সুচিত্রা’। বিশেষ এই প্রদর্শনীর নিবেদক শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহযোগিতায় সুরজিৎ কালা। তাঁর উদ্যোগেই আবার প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার (সুদীপ্ত চন্দের সংগ্রহ থেকে) সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডার।
প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লিনিবাসী ইলাস্ট্রেটর সিদ ঘোষ। সুদীপ্ত চন্দর কথায়. “আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়ি। তখন পূর্ণ সিনেমায় অমিতাভের ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই। সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ। সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু। এগুলোর যথাযথ সংরক্ষণ হওয়া প্রয়োজন। সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভালো লাগবে।”

Suchitra Movie poster 1

[আরও পড়ুন: গডজিলা-কং একদিকে, অন্যদিকে ‘দুশমন বহুত দুর্ধর্ষ’! কতটা জমল মনস্টারদের লড়াই?  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement