সুপর্ণা মজুমদার: টলি নায়িকাকে যৌন হেনস্তার অভিযোগ। তার জেরেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) তথা ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে (Arindam Sil)। এই সাসপেনশনের পরও কি কাজ করতে পারবেন পরিচালক? জবাব দিলেন DAEI প্রেসিডেন্ট সুব্রত সেন।
কলকাতায় এখন নেই সুব্রত সেন। ফোনের মাধ্যমেই জানালেন নিজের বক্তব্য। এর আগে অরিন্দম শীল সংবাদ প্রতিদিন ডিজিটালকে নিজের সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছিলেন ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে এবিষয়ে তাঁর সঙ্গে আগাম কোনও কথা বলা হয়নি। সরাসরি মেল পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিচালকের আক্ষেপ, একবার অন্তত কথা বলা উচিত ছিল। অরিন্দম শীলের এই বক্তব্য সুব্রত সেনকে জানানো হয়। কী বলবেন? প্রশ্ন করা হয় তাঁকে।
পরিচালকের জবাব, “অরিন্দমের বিষয়ে আমার বা আমাদের কোনও বক্তব্য নেই। উনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। আমি এখন কলকাতার বাইরে রয়েছি। সেই কারণে ফোনটা কানেক্ট হয়নি। বারবার কেটে যাচ্ছিল। উনি তার পরে আমাদের ডিরেক্টর্স গিল্ডকে একটা মেল করেছেন। আমি কলকাতার বাইরে আছি। আমি যতদূর জানি এগজিকিউটিভ কমিটি আজ (রবিবার) সকালে এই বিষয়টি নিয়ে বসছে এবং তার পর অরিন্দমের বিষয়ে ওরা নিশ্চয়ই কোনও একটা সিদ্ধান্ত নেবে।”
পরিচালকের বক্তব্য তাঁকে আগে অন্তত বিষয়টি একবার কথা বলা উচিত ছিল। সে বিষয়ে কী বলবেন? সুব্রত সেনের জবাব, “আমার আলাদা করে বলার কিছু নেই। এই সিদ্ধান্তটা আমাদের ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। ওনাকে তো আমরা কাজ থেকে সাসপেন্ড করিনি, আমরা ওকে সদস্যপদ থেকে সাসপেন্ড করেছি। কাজ থেকে সাসপেনশন আমরা কাউকেই করতে পারি না। কাজের অধিকার প্রত্যেকের অধিকার। যতক্ষণ না বিষয়টা মিটে যাচ্ছে ততক্ষণ ওঁর সদস্যপদ সাসপেন্ডেড থাকবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.