Advertisement
Advertisement

Breaking News

Subhasree Gangopadhyay Grihaprabesh

সম্পর্কের পিছুটান এড়ানো বড় কঠিন, কোন গল্প বলবে ‘গৃহপ্রবেশ’?

নববধূর চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Subhasree Gangopadhyay's new film Grihaprabesh teaser out now
Published by: Arani Bhattacharya
  • Posted:May 23, 2025 10:42 pm
  • Updated:June 24, 2025 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলতা রাঙা একটা পা দুধে আলতার থালায় পড়তে চলেছে। পোস্টারের এই ঝলক অনেক অর্থই বহন করে। এক নববধূর ‘গৃহপ্রবেশ’। যা শুধুই ‘গৃহপ্রবেশ’ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মেয়েটির অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক ভবিষ্যতের ভাবনা। কিন্তু যদি সেই স্বপ্নভঙ্গ হয়? তাহলে কী হবে বা হতে পারে, সেই সবকিছুই ‘গৃহপ্রবেশ’ ছবির টিজারে তুলে ধরা হয়েছে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির টিজারের ঝলক।

Advertisement

ছবিতে সেই নববধূর চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ির বউয়ের চরিত্রে তাঁকে মানিয়েছে বেশ। আর ঠিক সেভাবেই কিন্তু বাড়ির বউয়ের যা যা দায়িত্ব, সেই সবকিছুই পালন করে তাঁর চরিত্রটি। কিন্তু যাঁর হাত ধরে ওই বাড়িতে তাঁর আসা, কোনওদিন তার সঙ্গ পায়নি। যেন শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যই সে এসেছিল ওই বাড়িতে। তবে স্বামীর সঙ্গে একসঙ্গে থাকা না হলেও সম্পর্কের পিছুটান ছেড়ে বেরিয়ে যাওয়া যে সহজ নয়, তা যেন আরও একবার পরিষ্কার করল এই ছবির টিজার।

টিজারের শুরুতেই দেখা যাচ্ছে একটি ব্যাগ প্যাক করা হল। হয়তো সারাজীবনের স্মৃতিবন্দি হল ওই ব্যাগে। তারপরেই দেখা যাচ্ছে দুর্গাপুজোর আবহ। মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। আর তারই সঙ্গে প্রকট হচ্ছে ছবিতে শুভশ্রীর অপেক্ষা। বিয়ের পরদিন থেকেই তার স্বামীর জন্য অপেক্ষা শুরু হয়েছে। স্বামী বিয়ের পরেরদিনই তাকে শ্বশুরবাড়িতে একা রেখে চলে যায়। আর কোনও যোগাযোগ করেনি স্ত্রী-র সঙ্গে। অপেক্ষার প্রহর গোনা কি শেষ হবে এই ছবিতে শুভশ্রীর? তা তো ছবি মুক্তির পরেই বোঝা যাবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaleidoscope (@kaleidoscopekol)


কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে পুরনো একটি বাড়ি। সেই বাড়ির সিংহদুয়ার খুলে যাচ্ছে আর তারপরই বাড়ির দেওয়ালে ফুটে উঠছে ছবির নাম। সেই সঙ্গেই জিতু, শুভশ্রীদের নামও দেখা যাচ্ছে। রয়েছে ছবির অন্যান্য অভিনেতা- অভিনেত্রীদের নামও। ছবিতে শুভশ্রী, জিতুর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ প্রমুখ। ‘গৃহপ্রবেশ’ ছবিটি মুক্তি পাবে ১৩ জুন। 

২০২৪ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনিও লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে সঙ্গীত পরিচালকও তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় প্রথম ছবি ‘কেদারা’ দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। বহু চলচ্চিত্র উৎসবে পুরস্কৃতও হয় ছবিটি। পরবর্তীকালে তাঁর পরিচালনায় ‘বিসমিল্লা’ ও ‘আগন্তুক’ও পছন্দ হয় দর্শকদের। অন্যদিকে একের পর এক প্রশংসনীয় কাজ উপহার দিয়ে চলেছেন শুভশ্রীও। তাঁর এই ছবিটির জন্যও মুখিয়ে রয়েছে অভিনেত্রীর অনুরাগীরা। এই পোস্টারে ভালোবাসা উজাড় করে দিয়েছে তাঁরা। এখন অপেক্ষা ছবি মুক্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement