সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন দায়িত্ববাণ নাগরিক হিসেবে ভোট দিতে গিয়েছিলেন, ঠিক তেমনই এবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন বলিউড তারকারা। মহারাষ্ট্রের মসনদে তৃতীয়বার দেবেন্দ্র ফড়ণবিস। বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই আজাদ ময়দানে পৌঁছে গেলেন বলিউডের খান-কাপুর সাম্রাজ্যের প্রতিনিধিরা। তালিকায় কে নেই? শাহরুখ, সলমন-সহ রণবীর কাপুর, রণবীর সিং-সহ আরও অনেকে।
মুম্বইয়ের আজাদ ময়দানের অনুষ্ঠানে (Devendra Fadnavis’s oath-taking ceremony) এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি বলিউড তারকাদের। দেবেন্দ্র ফড়ণবিসের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দুজন- এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে। আর সেই প্রেক্ষিতেই এদিন গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাবেশে শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট। আর বলিউড তারকারা যখন একছাদের তলায়, তখন সেখানে আর যাই হোক আড্ডা এবং গসিপ মাস্ট!
#WATCH | Actors Ranbir Kapoor and Ranveer Singh attend the oath ceremony of the Maharashtra government in Mumbai
(Video source: ANI/ DG-IPR) pic.twitter.com/LLrgvsZEEA
— ANI (@ANI) December 5, 2024
দেবেন্দ্র ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানেই দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। স্ত্রীয়ের একসমকার প্রাক্তনকে নিয়ে মনে কোনও দ্বিধা-দ্বন্দ্ব রাখেননি রণবীর সিং। বরং দেখা হলেই রসিক মেজাজে আড্ডা দিয়েছেন। একে-অপরকে জড়িয়ে কুশল-মঙ্গল বিনিময় করেছেন। বৃহস্পতিবার আজাদ ময়দানের অনুষ্ঠানেও ক্যামেরাবন্দী হল সেই দৃশ্য। বলিপাড়ার দুই রণবীরকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। মুকেশ আম্বানির সঙ্গে একফ্রেমে ধরা দিলেন কখনও শচিন তেন্ডুলকর, আবার কখনও বা সলমন খান। শাহরুখ-সলমনকে আলিঙ্গন করতেও দেখা গেল। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এলেন বিদ্যা বালন। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গেল জাহ্নবী কাপুরকে। এছাড়াও ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, খুশি কাপুর, অর্জুন কাপুররা উপস্থিত হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে মহামুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে।
#WATCH | Sanjay Dutt, Salman Khan, Shah Rukh Khan and Sachin Tendulkar depart from Azad Maidan after the conclusion of the oath ceremony of the Maharashtra government in Mumbai pic.twitter.com/701ZY2ljjj
— ANI (@ANI) December 5, 2024
এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। ১+২ মডেল অর্থাৎ দুই উপমন্ত্রীকে নিয়ে চলবে তাঁর মন্ত্রিসভা। যদিও মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ হয়নি বৃহস্পতিবার। পরে হবে বলে জানা গিয়েছে। তবে মহারাষ্ট্রে এই সরকার গঠন নিয়ে কম টানাপোড়েন চলেনি এতদিন ধরে। এমনকী শপথের দিন সকালেও উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ‘নাটক’ জারি রেখেছিলেন একনাথ শিণ্ডে। দুপুরের পর তিনি নিমরাজি হন। আর সন্ধেবেলা শপথ গ্রহণ করেন। আর স্বল্প সময়ের আমন্ত্রণেই সেই অনুষ্ঠানে হাজির শাহরুখ, সলমন-সহ বলিউডের প্রথম সারির তারকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.